
শুক্রবার মুক্তি পেতে চলেছে প্রয়াত গায়ক জুবিন গর্গ অভিনীত শেষ ছবি ‘রোই রোই বিনালে’। আর এই ছবির মুক্তি নিয়ে এখন শোরগোল গোটা অসম জুড়ে। সূত্র বলছে, অগ্রিম বুকিংয়েই রেকর্ড করে ফেলেছে এই ছবি। অসম কংগ্রেসের সভাপতি গৌরব গগৈও রাজ্য় সরকারের আবেদন করেছেন ছবিটিকে ট্যাক্স ফ্রি করার জন্য। তাঁর মতে, এর মধ্যে দিয়ে ফের শ্রদ্ধা জানানো হবে জুবিনকে। ৪৬ টি শহরে মুক্তি পেতে চলেছে জুবিনের শেষ ছবি। তবে এই ছবি নির্মাতারা জানিয়েছেন, অসমের মোট ৯০টি হলে মুক্তি পাবে ছবিটি।
গানের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করতেন জুবিন গর্গ। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়ও। রোই রোই বিনালে ছবিতে এক অন্ধ গায়কের চরিত্রে দেখা যাবে জুবিনকে। জানা গিয়েছে, ছবিটি একেবারেই প্রেমের ছবি। জুবিন চেয়েছিলেন ৩১ অক্টোবরই মুক্তি পাক এই ছবি। তাঁর শেষ ইচ্ছাকে সঙ্গে রেখেই গোটা অসম জুড়ে মুক্তি পাচ্ছে ‘রোই রোই বিনালে’।
জুবিন গর্গের অকাল মৃত্যুতে এখনও শোকস্তব্ধ গোটা অসম। তার উপর গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এবার প্রকাশ্যে এল জুবিন গর্গের ময়নাতদন্তের রিপোর্ট। শুক্রবার সেই রিপোর্ট সিঙ্গাপুর সরকারের তরফ থেকে জুবিনের স্ত্রী গরিমার হাতে তুলে দেওয়া হয়।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের খিঁচুনি হয় জলের মধ্যেই। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, বাঁচানো যায়নি তাঁকে। জুবিনের হঠাৎ এমন আকস্মিক মৃত্যুর পরই নানা প্রশ্ন উঠেছিল।