গ্রেফতার জুবিনের দুই দেহরক্ষী! কী করেছেন তাঁরা?

সিঙ্গাপুরে কনসার্ট করতে গিয়ে আচমকা মৃত্যু হয় জুবিনের। প্রাথমিকভাবে খবরে আসে স্কুবা করতে গিয়েই মৃত্যু হয়েছে গায়কের। তদন্তও শুরু হয় জুবিনের মৃত্যু রহস্যে জট খুলতে। সেই ,তদন্তের উপর নির্ভর করেই অসম পুলিশ গ্রেফতার করেছে দেহরক্ষীদের।

গ্রেফতার জুবিনের দুই দেহরক্ষী! কী করেছেন তাঁরা?

|

Oct 10, 2025 | 1:59 PM

জুবিন গর্গের আকস্মিক মৃত্য়ু এখনও মানতে পারছে না তাঁর অনুরাগীরা। তার উপর রোজই গায়কের মৃত্যু নিয়ে চলা তদন্তে নানা তথ্য সামনে আসছে। এই যেমন, শুক্রবার সকালে অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে গায়কের দুই ব্যক্তিগত দেহরক্ষী। যাদের নাম নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্য।

কেন গ্রেফতার হল দুই দেহরক্ষী?

সিঙ্গাপুরে কনসার্ট করতে গিয়ে আচমকা মৃত্যু হয় জুবিনের। প্রাথমিকভাবে খবরে আসে স্কুবা করতে গিয়েই মৃত্যু হয়েছে গায়কের। তদন্তও শুরু হয় জুবিনের মৃত্যু রহস্যে জট খুলতে। সেই ,তদন্তের উপর নির্ভর করেই অসম পুলিশ গ্রেফতার করেছে দেহরক্ষীদের।

২০১৩ সালে গুয়াহাটিতে বিহু উৎসবে হিন্দি গান গেয়েছিলেন জুবিন। সেই ঘটনায় তুমুল বিতর্ক শুরু হয়েছিল জুবিনকে ঘিরে। এমনকী, প্রাণনাশের হুমকিও পান জুবিন। তখনই এই দুই দেহরক্ষীকে রাখা হয় জুবিনের নিরাপত্তার জন্য।

তদন্তে এসেছে জুবিনের মৃত্যুর কয়েকদিন আগে এই দুই দেহরক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০ লক্ষ টাকা এবং অন্যজনের অ্যাকাউন্টে ৪০ লক্ষ টাকার লেনদেন হয় বলে খবর, যা তাঁদের বেতনের থেকে অনেকটাই বেশি।

প্রসঙ্গত, অসম পুলিশের এসআইটি প্রধান ও স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা জানান, সন্দীপন গর্গ ছাড়া আরও ৪ জনকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যাঁরা প্রত্যেকেই গায়কের শেষ সফরে সঙ্গে ছিলেন। ধৃতদের মধ্যে রয়েছেন কনসার্টের মূল আয়োজক শ্যামকানু মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডসঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত।