সমাজে যৌনসুখ ও ভায়াগ্রা ব্যবহার নিয়ে বহু ভুল ধারণা এখনও প্রচলিত রয়েছে। কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রাচীর টপকে খোলাখুলি কথা বলতে দ্বিধাবোধ করেন অধিকাংশই। ভায়াগ্রা হল একটি নির্দিষ্ট ওষুধের রাসায়নিক নাম। সিলডেনাপিল সাইট্রেটের উপাদানের কারণে যৌনতৃপ্তির সময়সীমা বৃদ্ধি হয়। গবেষণায় দেখা গিয়েছে, ভায়াগ্রা ব্য়বহারের কারণে পুরুষাঙ্গে রক্ত চলাচলের হার বেড়ে যাওয়া, লিঙ্গ উত্থানের ক্ষেত্রে কার্যকর করতে সক্ষম হয়েছে। তবে এই রাসায়নিক ব্যবহারের আগে কয়েকটি ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়া দরকার। কারণ এর জেরে শরীরের নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
আধুনিক লাইফস্টাইলে যৌনসুখে অক্ষম পুরুষরা এই ভায়াগ্রা ব্য়বহার করে সুফল পেয়েছেন। যুব সমাজের কাছে এই রাসায়নিক অত্যন্ত সহজলোভ্য হয়ে যাওয়ায় ব্য়বহারের পরবর্তী ক্ষেত্রে নানান সমস্যাকে তুচ্ছ বলে এড়িয়ে যায়। সঙ্গে অস্বাস্থ্যকর ডায়েট, নাইটশিফ্টের সমস্যা, শরীরচর্চার ঘাটতি, মদ্য়পান, স্মোকিং- এইসব নতুন প্রজন্মের কাছে অতিপরিচিত জীবনযাপন।
অস্বাস্থ্যকর জীবনযাপনে যৌনতৃপ্তি পেতে ভায়াগ্রার একটি পিল গ্রহণ করে নেন অনেকেই। প্রতিনিয়ত এইভাবে একটি করে পিল গ্রহণ করলে শরীরের উপর কী কী নেগেটিভ প্রভাব পড়বে, তা জেনে নিন এখানে…
১- ভায়াগ্রার মূল উপাদান আসলে হৃদরোগের সমস্যায় ব্যবহার করা হলে তা আশাপ্রদ ফল পাওয়া যায়নি। অতিরিক্ত পরিমাণে ভায়গ্রার পিল খাওয়ার ফলে হার্ট ফেলিওর, স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ, অত্যাধিক ও অত্যন্ত কম রক্তচাপের সমস্যাগুলি দেখা দিতে পারে। তাই হৃদরোগ রয়েছে এমন ব্য়ক্তি ভায়াগ্রা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন।
২. বাজারে প্রচলিত অর্গ্যানিক নাইট্রেটস যেমন নাইট্রোগ্লিসারিন, আইসোসরবাইটডাইনাইট্রেটস, নাইটোডুর, নাইটোপেস্ট এবং আইসোবিউটাল নাইট্রেট সমৃদ্ধ ওষুধ নিয়মিত ব্যবহার করলেও ভায়াগ্রা সেবন করা নিষিদ্ধ। তাই কেনার আগে কী কিনছেন তা দেখে নেবেন।
৩. অত্যাধিক পরিমাণে ভায়াগ্রা সেবন করলে সেবন করলে মাথাধরা, ক্লান্তিভাবের মতো পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়। ড্রাগের জেরে রক্ত চলাচল দ্রুত হয়ে যায়। তাই সঠিক মাত্রার পিল নেওয়া আবশ্যিক।
৪. রোজকার যৌনতায় ভায়াগ্রা সেবন করলে অকালে চুল ঝরে যাওয়ার মতো মারাত্মক সমস্যা দেখা দেয়। পিলের ওভারডোজ বা পার্শ্বপ্রতিক্রিয়ায় চুলের গোড়া আলগা হয়ে যায়। এছাড়া কানের সমস্যাও তৈরি হয়। শ্রবণশক্তি তমে যাওয়া, কানের স্নায়ুগুলি নিস্তেজ হয়ে যাওয়ার মতো কঠিন সমস্যা তৈরি হওয়া অস্বাভাবিক কিছু না। পিল সেব করার পর যদি আপনি ক্লান্তিভাব, কানে কম শোনার উপসর্গ লক্ষ্য করেন, তাহলে বুঝবেন আপনার শরীর বিপদসংকেত দিচ্ছে।
৫,অনেকের আবার হছাত করে দৃষ্টিশক্তি কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। চোখের দৃষ্টি ক্রমশ আবছা হতে শুরু করে। ভায়াগ্রার অতিরিক্ত পিল সেবনের কারণে চোখের স্নায়ুগলি অকেজো করে দিতে পারে। এমনকি অন্ধত্ব পর্যন্ত হওয়া সম্ভব।
আরও পড়ুন: এই দুরন্ত ডায়েট চার্ট মেনে চললে দ্রুত কমবে মেদ, চিরতরে বিদায় হবে ডায়াবেটিস!