বর্ষার সঙ্গে হাজির চামড়ার নানা রোগ? হাতের কাছেই রয়েছে ওষুধ

Monsoon Skin Infections: জ্বর, সর্দি, ঠান্ডা লাগা এসব তো লেগেই রয়েছে। তবে চামড়ার নানা রোগ অনেক বেশি অস্বস্তিতে রাখে। সংক্রমণের ফলে স্কিনের সামান্য রোগ অনেক সময় গুরুতর হয়ে দাঁড়ায়।

বর্ষার সঙ্গে হাজির চামড়ার নানা রোগ? হাতের কাছেই রয়েছে ওষুধ
Image Credit source: Getty Images

Jun 23, 2025 | 8:47 PM

প্রবল গরমে শান্তির জন্য একটু বৃষ্টির অপেক্ষা। কিন্তু এর সঙ্গে যেন নানা সমস্যাও বয়ে আনে। বাংলায় বর্ষা চলে এসেছে বলা যায়। তেমনই সারা দেশেই নানা জায়গায়। কলকাতা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের নানা জায়গাতেই অবিরাম বৃষ্টি হচ্ছে। এতে যেমন গরম থেকে স্বস্তি তেমনই বৃষ্টিতে ভেজার ফলে অনেকেই নানা রোগে পড়েন। জ্বর, সর্দি, ঠান্ডা লাগা এসব তো লেগেই রয়েছে। তবে চামড়ার নানা রোগ অনেক বেশি অস্বস্তিতে রাখে। সংক্রমণের ফলে স্কিনের সামান্য রোগ অনেক সময় গুরুতর হয়ে দাঁড়ায়। এর থেকে বাঁচতে কিছু ঘরোয়া উপায়ও রয়েছে।

বর্ষাকালে আর্দ্রতাও বেশি থাকে। যে কারণে মশার সমস্যাও বেশি দেখা যায়। পাশাপাশি শরীরে নানা সমস্যা। বিশেষ করে চর্মরোগ। নানা সংক্রমণ হয়ে থাকে বর্ষাকালে। পরিস্থিতি গুরুতর হলে হাসপাতালেও ভর্তি হতে পারে। চামড়ার নানা রোগের পাশাপাশি পেটের সংক্রমণও হতে পারে। চামড়ার সংক্রমণের বিষয়টি একেবারেই হেলাফেলার নয়। বর্ষাকালে ম্যালেরিয়া, চিকনগুনিয়া, ডেঙ্গির মতো রোগও ছড়াতে পারে। এমনকি কলেরা, টাইফয়েড, নিউমোনিয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।

চামড়ার নানা সংক্রমণ আটকাতে ঘরোয়া উপায় চেষ্টা করা যেতে পারে। ফাঙ্গাল ইনফেকশন আটকাতে অ্যান্টি ফাঙ্গাল পাওডার ব্যবহার করা যেতে পারে। আরও যে সতর্কতা অবলম্বন করা উচিত, হাত-পায়ের নখ পরিষ্কার রাখা, নোংরা হাতে কোনও মুখের কোথাও স্পর্শ করবেন না। প্রতিদিন দুধে হলুদ মিশিয়ে কাওয়ার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে জল পান করুন। শরীরে কোথাও ঘাম জমতে দেবেন না। এতেও কিন্তু চামড়ার সংক্রমণ বাড়তে পারে।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের পরামর্শ নিন।