ভাইরাসের নামটি যেমন অদ্ভূত, তেমনই তাঁর ফলও! এমন ভাইরাসেরই হদিশ মিলেছে। যার নাম দেওয়া হয়েছে ডিঙ্গা ডিঙ্গা। মহিলাদের মধ্যে এর প্রভাব পড়ছে বেশি। যার ফলে তাঁরা অদ্ভূত ভাবে নাচছেন। এতে কোনও নিয়ন্ত্রণ না থাকার ফলেই। কেউ যে ইচ্ছাকৃত ভাবে নাচছেন তা নয়। এর কারণ নিয়েও ধোঁয়াশা। বিশেষজ্ঞরাও এ নিয়ে কোনও দিশা খুঁজে পাচ্ছেন না। কোথায় খোঁজ মিলল এমন ভাইরাসের?
আফ্রিকার একটি দেশ উগান্ডা। সেখানকার বুন্দিবুগায়োতে এমনই অদ্ভূত ভাইরাসের খোঁজ মিলেছে। সেখানকার মানুষের মধ্যে প্রবল চিন্তার পরিস্থিতি। চিকিৎসা বিশেষজ্ঞরাও বাকরুদ্ধ। মহিলারা এতে আক্রান্ত হওয়ায় নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এর উপসর্গ, প্রতিরোধ করার সামান্য উপায়ই শুধু ধরা গিয়েছে।
এর উপসর্গ কী?
যাঁদের শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে, নিজেদের মধ্যে কোনও নিয়ন্ত্রণ থাকছে না। আগ্রাসী হয়ে উঠছেন। অসংলগ্ন ভাবে চলা ফেরা করছেন। শুধু তাই নয়, অদ্ভূত ভাবে নাচও করছেন।
প্রচণ্ড জ্বর এবং দুর্বলতাও এর উপসর্গ। অনেক রোগীই চিকিৎসককে জানিয়েছেন, হাই ফিভার এবং প্রচণ্ড ক্লান্তির কথা। কিছুক্ষেত্রে শরীর অসাড় হয়ে যাচ্ছে। এমনকি শরীরের প্রাথমিক নড়াচড়াও করতে পারছেন না। এখনও অবধি উগান্ডার বুন্দিবুগায়োতে প্রায় ৩০০ কেস ধরা পড়েছে। যদিও এর কারণে মৃত্যুর কোনও খবর এখনও অবধি প্রকাশ্যে আসেনি। সঠিক চিকিৎসা পেলে রোগীরা এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠছেন বলে খবর।
চিকিৎসা বিশেষজ্ঞরা কী বলছেন?
তারা এখনও এই ভাইরাস নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। আক্রান্ত রোগীদের থেকে এর নমূনা সংগ্রহ করে পরীক্ষা চলছে। আপাতত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চলছে। তাতে সাড়াও মিলছে। এই ভাইরাসের উৎস এবং কারণ যদিও জানা যায়নি।