Bangla NewsHealth Parijat leaf tea for joint pain, know all benefits
পুরনো গাঁটে ব্যথা থেকে হাঁটুর যন্ত্রণা, এই পাতা খেলে সব কষ্ট গায়েব!
Parijat Leaf Benefits: ব্যথার ওষুধ না খেয়ে কাজে লাগাতে পারেন একটি পাতাকে। ভাবছেন তো, একটি পাতা আবার ব্যথায় কীভাবে কাজ করবে। আসলে পৃথিবীতে এমন অনেক গাছ রয়েছে যেগুলি তাদের ঔষধি গুণের কারণে আয়ুর্বেদ চিকিৎসায় স্থান পেয়েছে। তেমনই একটি গাছ হল শিউলি। শিউলি পাতার আয়ুর্বেদিক গুণাবলী জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ব্রণ দূর করা থাকে শুরু করে বাতের ব্যথা কমানো, সবেতেই সাহায্য করে এই পাতা।