Mars Transit 2024: মঙ্গলেই ফিরবে মঙ্গল! জমি-বাড়ি-গাড়ি কিনবেন তো বটেই, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাটবে দারুণ সময়

Zodiac Signs: মঙ্গলের রাশিচক্রের এই পরিবর্তনের কারণে সরকার, প্রশাসন ও যুব সমাজের ওপর সরাসরি প্রভাব পড়েছে। এই রাশি বদলের কারণে ৩ রাশির ভাগ্য যেমন সোনার মত ফসল ফলবে, তেমনি আশীর্বাদের সব সুযোগ-সুবিধাও পাবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। 

Mars Transit 2024: মঙ্গলেই ফিরবে মঙ্গল! জমি-বাড়ি-গাড়ি কিনবেন তো বটেই, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাটবে দারুণ সময়

Jan 12, 2024 | 12:53 PM

জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহদের সেনাপতি হল মঙ্গলগ্রহ। সাধারণত রাশি পরিবর্তন করার পর একটি রাশিতে প্রায় ৪৫ দিন ধরে অবস্থান করে এই লাল গ্রহ। বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে। আর ধনু রাশির অধিপতি হল দেবগুরু বৃহস্পতি। মেষ রাশিতে অবস্থিত বৃহস্পতির নবম দিকে অর্থ রাশিতে পড়ছে। সেইদিকে মঙ্গলের প্রভাব পড়লে দেবগুরুর দৃষ্টিও সেদিকেই পড়বে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয়। বৃহস্পতি ও মঙ্গলগ্রহ উভয়ের জেরে রাশির ভাগ্য হিরের মতো চমকাবে।

জ্যোতিষীদের মতে,  গ্রহের সেনাপতি মঙ্গল ৩১ ডিসেম্বর ধনু রাশিতে পরিবর্তিত হয়েছে। তিনি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশিতে থাকতে চলেছেন। এরপর মঙ্গল গ্রহ মকর রাশিতে যাত্রা করবে। মঙ্গলের রাশিচক্রের এই পরিবর্তনের কারণে সরকার, প্রশাসন ও যুব সমাজের ওপর সরাসরি প্রভাব পড়েছে। এই রাশি বদলের কারণে ৩ রাশির ভাগ্য যেমন সোনার মত ফসল ফলবে, তেমনি আশীর্বাদের সব সুযোগ-সুবিধাও পাবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত।

কন্যা রাশি: ধনু রাশিতে মঙ্গল গমনে কন্যা রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে। ব্যবসায় অগ্রগতি হবে, যত বেশি অর্থ বিনিয়োগ করবেন তত বেশি লাভ পাবেন। চাকরিতে পদোন্নতির পাশাপাশি সম্মান বাড়তে চলেছে। যদি জমি, বাড়ি, গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে সেই সম্পত্তি কেনার ব্যাপারে পরিবেশ থাকবে অনুকূলে।

বৃশ্চিক রাশি: আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ ফল নিয়ে এসেছে। বৃশ্চিক রাশি হল মঙ্গল গ্রহের অধিপতি। তাই মঙ্গলের আশীর্বাদ এই রাশির উপর বর্ষিত হবে। বেকাররা এই সময় মোটা মাইনের চাকরির সন্ধান পেতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবেন। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে এই সময়। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। আয় বেশি হবে আর খরচ কম হবে।

ধনু রাশি: মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করেছে, যার প্রভাব চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়কালে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য জ্বলবে সোনার মতো। ধর্ম ও আধ্যাত্মিক কাজের প্রতি ঝোঁক বাড়বে। আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার কারণে প্রতিটি কাজ সফল হবে। সব সময় এনার্জি বা সক্রিয় থাকার অনুভূতি করবেন। খরচ কম হবে আর আয় হবে বেশি।

 

 

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।