Venus Transit 2023: শেষ হতে না হতেই নভেম্বরে শুক্রের ভোলবদল! শ্রমের ফল পাবেন কারা?

Nov 27, 2023 | 2:09 PM

Zodiac Signs: নভেম্বর মাস পর্যন্ত কন্যা রাশিতেই অবস্থান করবে শুক্র। তারপর চলে যাবে তুলা রাশিতে। শুধু এখানেই নয়, কন্যা রাশিতে শুক্র গ্রহের অবস্থানই নয়, কেতুও প্রবেশ করবে এই রাশিতে। ফলে এই দুই গ্রহের মিলনে কন্যা রাশির তো বটেই, প্রতিটি রাশির জাতক-জাতিকাদের উপরও প্রভাব পড়তে চলেছে ।

Venus Transit 2023: শেষ হতে না হতেই নভেম্বরে শুক্রের ভোলবদল! শ্রমের ফল পাবেন কারা?

Follow Us

সনাতন জ্যোতিষ ও হিন্দু মতে,, শুক্র গ্রহ হল শিল্প, সুখ, সম্পত্তি, বিলাসিতা, ঐশ্বর্য, বিবাহিত জীবনের প্রতীক। নভেম্বর মাস পর্যন্ত কন্যা রাশিতেই অবস্থান করবে শুক্র। তারপর চলে যাবে তুলা রাশিতে। শুধু এখানেই নয়, কন্যা রাশিতে শুক্র গ্রহের অবস্থানই নয়, কেতুও প্রবেশ করেছে এই রাশিতে। ফলে এই দুই গ্রহের মিলনে কন্যা রাশির তো বটেই, প্রতিটি রাশির জাতক-জাতিকাদের উপরও প্রভাব পড়তে চলেছে। তবে সবথেকে কোন কোন রাশির ভাগ্য সত্যিই সত্যিই খুলতে বসেছে, অর্থ, ব্যবসা, চাকরি, প্রেম জীবন, বৈবাহিত জীবনে কী  কী পরিবর্তন আসতে চলেছে, তা জেনে নিন এখানে…

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে নভেম্বর মাস মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। পাওনা টাকা  এ মাসে ফেরত পেতে পারেন। জীবনে শান্তি আসবে দ্রুত। শুক্রের প্রভাব এই রাশির জীবনে পরিবর্তন আসতে পারে। চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করলে এই সময় সুযোগ আসতে পারে।

বৃষ রাশি

শেষ না হলেও, এমাসে বৃষ রাশির জাতকদের জন্যও খুব শুভ। এমাসেই সৌভাগ্য ফিরে আসবে। এই রাশির জাতক জাতিকাদের পথে এখন পর্যন্ত যে যে বাধা আসছিল তা দূর হয়ে আচমকা অর্থ লাভ করবে।  আর্থিক সঙ্কট থাকলে তা কেটে যেতে পারে এ মাসেই। এই রাশির জাতক জাতিকারা নভেম্বর মাসে কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পেতে পারেন। বিয়ে পাগল যারা, তাদের পাকা দেখাও হতে পারে নভেম্বরের শেষেই।

মিথুন রাশি

শুক্রের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময়। কম পরিশ্রমে সাফল্য পেতে পারেন নভেম্বরে। এই রাশির জাতক-জাতিকারা আর্থিক সুবিধা পেতে পারেন। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মজীবনে সুবিধা পেতে পারেন। কঠোর পরিশ্রমের কারণে চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা থাকবে।

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্যও শুক্র গ্রহের অবস্থান খুব উপকারী হতে চলেছে। এই রাশির জাতকরা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকেও লাভ পেতে পারেন। চাকরিতে পদোন্নতি পাবেন। মনের ইচ্ছাপূরণ হতে পারে। কর্মজীবনে আরও উন্নতি ও সাফল্য পাবেন। বিদেশ থেকেও অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন।

Next Article