জ্যোতিষশাস্ত্র অনুসারে মোট ১২টি রাশি। প্রতিটি রাশি নিজ নিজ জন্মতারিখ অনুসারে তৈরি হয়। ফলে প্রতিটি রাশির জাতক-জাতিকাদের স্বভাব, চরিত্র ও প্রকৃতি সব কিছু থেকে আলাদা হয়। একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হন। সাধারণত, সব মানুষ এক হন না। সকলের গুণ সমান হয় না। চেহারা ও মুখমন্ডলও এক হয় না। চিন্তা, ভাবনা, কথাবার্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সম্পূর্ণ আলাদা হয়। সব মানুষেরই রয়েছে নিজস্ব আদব-কায়দা ও ক্ষমতা। প্রতিটি মানুষের মধ্যেঅ রয়েছে নিজস্ব গুণ। যেগুলি একে অপরের থেকে আলাদা তৈরি করে। এই জন্মতারিখ ও সময় দেখে নির্বাচিত হয় তিনি কোন রাশির অন্তর্ভুক্ত হতে পারেন। সব রাশির জাতক-জাতিকারা একরকম হন না।
রাশি অনুযায়ীও মানুষের বুদ্ধি ও আই-কিউ লেভেল প্রকাশ পাওয়া যায়। অনেকের আবার আই-কিউ লেভেল বেশ তীক্ষ্ণ হয়। তাদের চিন্তাভাবনা ও চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এতটাই বুদ্ধিদীপ্ত হয়, তাতে অন্য রাশির জাতক-জাতিকারা ফিকে পড়ে যান। যে কোনও মুহূর্তে যে কোনও পরিস্থিতিতে সঠিক উত্তর দেওয়ার সাহস তাঁরা দেখান। কর্মজীবনেও সাফল্য অর্জন করতে পারেন অতি সহজেই। কিন্তু কোন কোন রাশির বুদ্ধির কাছে হেরে যান সকলেই। সেই রাশির তালিকায় আপনার রাশি রয়েছে কি?
কন্যা রাশি
জ্যোতিষশাস্ত্র মতে, কন্যা রাশির অধিপতি বুধ। এই কারণেই এই রাশির মানুষদের উপর বুধ গ্রহের প্রভাব সবচেয়ে বেশি থাকে। তারা অত্যন্ত বুদ্ধিমানও হন। এই রাশির জাতক-জাতিকারা যে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেখানে সাফল্যের সঙ্গে উর্ত্তীণ হন। সকলের কাছেও প্রিয় পাত্র হয়ে ওঠেন খুব সহজে।
মিথুনরাশি
এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী হন। এই রাশির চিন্তাভাবনা করা ও বোঝার ক্ষমতার কোনও সীমা নেই। এই কারণেই প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। ব্যবসা করতে ও তাতে সাফল্য অর্জনে পারদর্শী এই রাশির জাতকরা।
মকর রাশি
এই রাশির জাতকদের আইকিউ লেভেল অত্যন্ত ভালো। কখনওই কোনও কিছুতে ঝুঁকি নিতে এরা পিছপা হন না। যে কোনও কাজে দ্রুত সাফল্য পায়।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা খুব বুদ্ধিমান হন। জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন এরা। বিলাসবহুলভাবে জীবনযাপন করেন এরা। বুদ্ধি দিয়ে সব কাজ হাসিল করতে পটু ওরা। এই কারণে কখনওই আর্থিক সংকটে পড়েন না।
বৃশ্চিক রাশি
এই রাশির অধিপতি মঙ্গল। আত্মবিশ্বাসের মাত্রা বেশ ভালো। এই রাশির জাতক-জাতিকারা সবার মন জয় করতে ওস্তাদ। জীবনে উন্নতি হয় তরতরিয়ে। উচ্চস্থানে পদাধিকার হলেও এরা মাটির মানুষ হন। সাফল্য আসে প্রতি পদে পদে।