Army Personnel Killed: প্রজাতন্ত্র দিবসের আগে ভয়াবহ ঘটনা! জম্মুতে নিহত ১০ জওয়ান

Indian Army News: প্রথমে ঘটনাস্থলে চার জওয়ানকে মৃত বলে চিহ্নিত করা হয়। জখন ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে থেকে আরও ছয় জনের মৃত্যু হয়। ফলত নিহতের সংখ্য়া বেড়ে দাঁড়ায় ১০। বাকি সাত জন এখনও উধমপুর সামরিক হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।

Army Personnel Killed: প্রজাতন্ত্র দিবসের আগে ভয়াবহ ঘটনা! জম্মুতে নিহত ১০ জওয়ান
নিয়ে যাওয়া হল হাসপাতালেImage Credit source: সংগৃহিত (X)

|

Jan 22, 2026 | 3:47 PM

শ্রীনগর: ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে গেল সেনার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু ১০ জওয়ানের। গুরুতরভাবে জখম হয়েছেন সাত জওয়ান। চাঞ্চল্য ছড়িয়ে উপত্য়কায়। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর ডোডার কাছে এই দুর্ঘটনা ঘটে। ভাদেরওয়াহ-চাম্বা সড়কের কাছে ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে যায় সেনার সশস্ত্র গাড়িটি। সেই সময় ওই গাড়িতে উপস্থিত ছিলেন মোট ১৭ জন জওয়ান। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জওয়ানদের নিয়েই খাদে পড়ে যায় গাড়িটি। এরপরই স্থানীয়রা নিকটবর্তী সেনা পোস্টে খবর দেয়। তারা এসে স্থানীয়দের সহযোগিতায় জওয়ানদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা ও জখম জওয়ানরা বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাহাড় বেয়ে উপরের দিকে ওঠার সময় সংজ্ঞা হারান চালক। যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। বেশ কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ঘটনাস্থলে চার জওয়ানকে মৃত বলে চিহ্নিত করা হয়। জখম ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে থেকে আরও ছয় জনের মৃত্যু হয়। ফলত নিহতের সংখ্য়া বেড়ে দাঁড়ায় ১০। বাকি সাত জন এখনও উধমপুর সামরিক হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।

ইতিমধ্য়েই এই ঘটনায় শোকপ্রকাশ করেছে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তাঁর দফতর তরফে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে। তাতে তিনি লিখেছেন, ‘১০ জওয়ানের মৃত্যুর খবর পেলাম। এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক। দেশের প্রতি তাঁদের প্রতিদান আমরা কোনও দিনই ভুলতে পারব না। নিহতদের পরিবারকেও সমবেদনা জানাই।’

প্রসঙ্গত, একদিকে দুর্ঘটনার কবলে জওয়ানরা। অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের আগে আরও নিরাপত্তা কড়া জম্মু-কাশ্মীরের। রবিবার থেকেই দফায় দফায় চলেছে অভিযান। এদিন জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে জঙ্গিদের সঙ্গে ফের গুলির লড়াই চালায় ভারতীয় সেনা। গত রবিবার থেকে জঙ্গিদের খোঁজে অভিযান চলছে কিশ্তওয়ারের সিংপোরা এলাকার পাহাড়ি জঙ্গলে। অনুমান, এই জঙ্গলেই দুই-তিন জন জইশ জঙ্গি লুকিয়ে রয়েছে। তাঁদের খোঁজেই চলছে অভিযান।