
হায়দরাবাদ: বাড়িতে শুধু ১০ বছরের নাবালিকা ও তার বাবা। আর কেউ না থাকার সুযোগে নিজের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল মদ্যপ বাবার বিরুদ্ধে। নাবালিকার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। নাবালিকাকে তাঁরা উদ্ধার করেন। ঘটনাটি তেলঙ্গানার নারায়ণপেট জেলার। নাবালিকার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ জানিয়েছে, ওই নাবালিকা ক্লাস ফাইভে পড়ে। স্কুলের হস্টেলে থাকে। কয়েকদিন আগে বাড়ি এসেছিল সে। গত ২৫ জুলাই দুপুরে বাড়িতে পড়াশোনা করছিল নাবালিকা। তার মা দিনমজুরের কাজে গিয়েছিলেন। দুপুরে নাবালিকার বাবা মাঠে ছাগল চরিয়ে বাড়ি ফিরে আসেন। সেইসময় তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ।
বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ব্যক্তি নিজের মেয়ের উপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করে নাবালিকা। কিন্তু, কোনও কথা শোনেননি তার বাবা। সেইসময় নাবালিকার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা দেখেন, নাবালিকার গোপনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে। তাঁরা নাবালিকাকে উদ্ধার করেন এবং তার মাকে খবর দেন।
নাবালিকাকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে মারিকল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে মহাবুবনগর সরকারি হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, সেখানকার চিকিৎসকরা জানান, পুলিশে অভিযোগ দায়ের হলেই চিকিৎসা শুরু করবেন তাঁরা।
নাবালিকার মা পুলিশে অভিযোগ দায়ের করেন। পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় নাবালিকার বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। মারিকল পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।