SHOCKING! নামী সংস্থার নুডলসই প্রাণ কাড়ল বাচ্চার, খেতেই গুলিয়ে উঠল গা, তারপরই…

SHOCKING News: হাজারা থানা এলাকার রাহুল নগরের ঘটনা। পরিবারের সকলে মিলে ওই নুডলস খেয়েছিলেন। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই শরীরে অস্বস্তি হতে শুরু করে তাদের। এরপরই শুরু হয় বমি, পায়খানা। স্বভাবতই বাড়ির একাধিক সদস্যর একই উপসর্গ হওয়ায় ঘাবড়ে যান সকলে।

SHOCKING! নামী সংস্থার নুডলসই প্রাণ কাড়ল বাচ্চার, খেতেই গুলিয়ে উঠল গা, তারপরই...
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: May 12, 2024 | 9:13 PM

উত্তর প্রদেশ: ২ মিনিটে তৈরি হয়ে যায় এই ইনস্ট্যান্ট ন্যুডলস। সব বাড়িতেই কম বেশি তার আদর। কচি থেকে বুড়ো, সকলের কাছেই কদর রয়েছে তার। তবে এই নুডলস খাওয়ার পরই সাংঘাতিক এক ঘটনা ঘটে যায় উত্তর প্রদেশের পিলিভিটে। অভিযোগ, ১০ বছরের এক বালক অসুস্থ হয়ে পড়ে। পরে মৃত্যু হয় তার। একইসঙ্গে ওই পরিবারের ৬ সদস্যকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তাঁরাও ওই নুডলস খেয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটে।

হাজারা থানা এলাকার রাহুল নগরের ঘটনা। পরিবারের সকলে মিলে ওই নুডলস খেয়েছিলেন। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই শরীরে অস্বস্তি হতে শুরু করে তাদের। এরপরই শুরু হয় বমি, পায়খানা। স্বভাবতই বাড়ির একাধিক সদস্যর একই উপসর্গ হওয়ায় ঘাবড়ে যান সকলে।

পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় সিএইচসি পূরণপুরে নিয়ে যাওয়া হয়। বাঁচানো যায়নি ১০ বছরের এক বালককে। এরপর পিলিভিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বাকিদের।