মুম্বই: সিনেমাতেও বোধহয় এমন হয় না। ১১ বছরের নাবালিকাকে ভুলিয়ে নিয়ে গেল এক কিশোরী। তুলে দিল এক নাবালকের হাতে। তারপর ওই নাবালিকাকে অটোর মধ্যে ধর্ষণ করল ওই নাবালক। আরও কয়েকজন ‘পাহারা’ দিল। এমনই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের থানে জেলার আম্বেরনাথে। অভিযোগের তদন্তে নেমে হতবাক পুলিশও। ধরা হয়েছে ৬ অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, ১১ বছরের ওই নাবালিকা রাস্তায় দাঁড়িয়েছিল। সেইসময় তার কাছে এসে ভাব জমায় ওই কিশোরী। কিছুটা দূর যাবে জানিয়ে নাবালিকাকে সঙ্গ দেওয়ার কথা বলে। নাবালিকা তার সঙ্গে চলতে শুরু করে। কিছুটা দূরে অন্য অভিযুক্তরা অপেক্ষা করছিল।
মূল অভিযুক্ত এক নাবালক একটি অটোর মধ্যে নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকার অভিযোগ, কাউকে কিছু বললে ফল ভাল হবে না বলে তাকে হুমকি দেয় অভিযুক্তরা। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসে ওই নাবালিকা। বাড়িতে এসে বাবা-মাকে সব জানায়।
তারপরই ওই নাবালিকার বাবা-মা পুলিশে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পকসো আইনের ধারাও যোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত নাবালক-সহ মোট ৬ জনকে ধরা হয়েছে। তার মধ্যে চারজন নাবালক। চার জনের মধ্যে রয়েছে ওই কিশোরীও। ৬ অভিযুক্তের মধ্যে ২ জন সাবালক। অম্বরনাথ থানার ইন্সপেক্টর জগন্নাথ কলস্কার জানিয়েছেন, ২ সাবালক অভিযুক্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। ৪ নাবালক অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।