সুরাত: ভয়াবহ পথদুর্ঘটনা! ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১৫ জন ঘুমন্ত শ্রমিকের। আশঙ্কাজনক আরও পাঁচ। রাস্তার ধারে ঘুমোচ্ছিলেন তাঁরা। মঙ্গলবার ভোরে হঠাৎই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উঠে পড়ে। মুহূর্তে সব শেষ। গুজরাতের সুরাতের ঘটনা।
সুরাত থেকে ৬০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রাম। সেখানেই এদিন ভোরে দুর্ঘটনাটি ঘটে। সুরাত পুলিস সূত্রে খবর, সোমবার রাতে রাস্তার ধারে জনা ১৮ শ্রমিক ঘুমোচ্ছিলেন। হঠাৎই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত শ্রমিকদের উপর উঠে পড়ে।
আরও পড়ুন: দেশে টিকা পেলেন ৩ লক্ষ ৮১ হাজার মানুষ, ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া
The loss of lives due to a truck accident in Surat is tragic. My thoughts are with the bereaved families. Praying that the injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 19, 2021
Ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the accident in Surat. Rs. 50,000 each would be given to those injured.
— PMO India (@PMOIndia) January 19, 2021
ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। গুরুতর আহত অবস্থায় বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিসের। প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে টুইট করে এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একইসঙ্গে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNR)।