Borewell: ঝুপ করে কুয়োয় আড়াই বছরের শিশু, সেনা-এনডিআরএফের চেষ্টায় ৯ ঘণ্টা পর স্বস্তির শ্বাস
এদিন বেলা ১টা নাগাদ ওই শিশুকন্যা কুয়োয় পড়ে যায় বলে পরিবারের অনুমান। বেশ কিছুক্ষণ পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না শিশুটিকে। এরপরই বোঝা যায় গভীর কুয়োয় পড়ে গিয়েছে সে। খবর পেয়েই পৌঁছায় উদ্ধারকারী দল।
গুজরাট: শিউরে ওঠার মতো ঘটনা গুজরাটের দ্বারকায়। আড়াই বছরের এক কন্যাশিশু পড়ে যায় একটি গভীর কুয়োয়। বছরের প্রথম দিন এমন দুর্ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। এমনকী ভারতীয় সেনার জওয়ানরাও যান এই উদ্ধারকাজে। খবর দেওয়া হয় এনডিআরএফকেও। সেনা ও এনডিআরএফের চেষ্টায় প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয় শিশুটিকে।
দ্বারকার কল্যাণপুর তহশিলের রণে সোমবার এই ঘটনা ঘটে। এদিন বেলা ১টা নাগাদ অ্যাঞ্জেল সাখরা নামে ওই শিশু কুয়োয় পড়ে যায় বলে পরিবারের অনুমান। বেশ কিছুক্ষণ পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না শিশুটিকে। এরপরই বোঝা যায় গভীর কুয়োয় পড়ে গিয়েছে সে। কুয়ো ঘেরা ছিল না।
শিশুটির বাড়ির সামনেই ওই কুয়ো। পরিবারের লোকজনের বক্তব্য, বাড়ির সামনে খেলছিল সে। কোনওভাবে কুয়োয় পড়ে যায়। দুপুর থেকে উদ্ধার কাজ শুরু হয়। রাত ৯টা ৪৮ মিনিটে তাকে উদ্ধার করা হয়। এনডিআরএফ জানিয়েছে, ৩০ ফুট গভীরে আটকে গিয়েছিল শিশুকন্যাটি। সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
#WATCH | Gujarat: Rescue operation underway to rescue a 2.5-year-old girl who fell into a borewell in Ran village of Kalyanpur tehsil of Dwarka district.
Indian Army personnel are also present at the spot and are assisting in the rescue operation. NDRF team has also been called… pic.twitter.com/s0INRX95Te
— ANI (@ANI) January 1, 2024
#WATCH | Gujarat: Rescue operation is underway after a 2.5-year-old girl fell into a borewell in Ran village of Kalyanpur tehsil of Dwarka district. District Collector and other officials are present on the spot. pic.twitter.com/WPhGw5E9ZB
— ANI (@ANI) January 1, 2024
জানা গিয়েছে, এই কয়েক ঘণ্টায় পাইপের মাধ্যমে ভিতরে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আগে থেকে অ্যাম্বুল্যান্স আনা হয়েছিল। ঘটনাস্থলে প্রস্তুত ছিল মেডিক্যাল টিমও। সবমিলিয়ে প্রায় ৯ ঘণ্টা পর স্বস্তির শ্বাস নিল অ্যাঞ্জেলের পরিবার।