Physical Harassment: ‘ঘুম ভাঙতেই দেখি, ধর্ষণ করছে’, ভয়ঙ্কর রাতের কথা প্রকাশ্যে আনলেন যুবতী
Physical Torture: যুবতীকে জোর করে মদ খাইয়ে, নেশাগ্রস্ত করে... আচ্ছন্ন অবস্থায় ধর্ষণের অভিযোগ। এমনই এক শিউরে দেওয়ার মতো অভিযোগ উঠে আসছে মুম্বই শহরে। ঘটনাটি ঘটেছিল বেশ কয়েকদিন আগে। সাউথ মুম্বইয়ে। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করছে। কিন্তু যুবতীর দাবি, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে ওই অভিযুক্ত যুবক আগাম জামিনের জন্য আবেদন করেছে বলে দাবি যুবতীর।
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় আলাপ। বন্ধুত্ব। তারপর একদিন দেখা করল দু’জন। আর তারপরই এক ভয়ঙ্কর ঘটনার অভিযোগ। যুবতীকে জোর করে মদ খাইয়ে, নেশাগ্রস্ত করে… আচ্ছন্ন অবস্থায় ধর্ষণের অভিযোগ। এমনই এক শিউরে দেওয়ার মতো অভিযোগ উঠে আসছে মুম্বই শহরে। ঘটনাটি ঘটেছিল বেশ কয়েকদিন আগে। সাউথ মুম্বইয়ে। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করছে। কিন্তু যুবতীর দাবি, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে ওই অভিযুক্ত যুবক আগাম জামিনের জন্য আবেদন করেছে বলে দাবি যুবতীর।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ওই যুবতী। সেই ভয়ঙ্কর রাতে কী ঘটেছিল, তার বিবরণ তুলে ধরেছেন তিনি। বছর একুশের ওই যুবতীর দাবি, সেদিনই প্রথমবার দেখা হয়েছিল তাঁদের। এর আগে শুধুমাত্র ইস্টাগ্রামেই কথাবার্তা হত দু’জনের। যুবতী জানাচ্ছেন, সেই রাতে ওই যুবকের সঙ্গে দেখা করে, তাঁরা পার্টি করতে গিয়েছিলেন। মদ্যপানও করছিলেন। সঙ্গে যুবকের আরও কয়েকজন বন্ধু ছিলেন। টাকিলার বেশ কয়েকটা শট নেওয়ার পর আচ্ছন্ন বোধ করতে শুরু করেছিলেন তিনি। সেই সময় ওই যুবক তাঁকে জোর করে আরও মদ খাওয়ায় এবং তিনি সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে যান।
যুবতীর অভিযোগ, এরপর যখন তাঁর ঘুম ভাঙে, তখন দেখেন ওই যুবক তাঁকে ধর্ষণ করছে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সব বৃথা। অভিযুক্ত যুবক তাঁকে সপাটে চড় মারে এবং যুবতীর আচ্ছন্ন অবস্থার সুযোগ নিয়ে ধর্ষণ চালিয়ে যায় বলে অভিযোগ। সেই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। যুবতীর দাবি, তিনি সেই সময় ওই অভিযুক্তর কোনও বন্ধুর বাড়িতে ছিলেন। আর এই সব কুকীর্তির পর অভিযুক্তর বন্ধুরাও যুবকের হয়ে কথা বলতে থাকে এবং ভয় দেখিয়ে যুবতীকে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে দাবি।
যদিও যুবতীর দাবি, পরের দিন সকালে ওই অভিযুক্ত যুবক নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিল যুবতীর কাছে। কিন্তু সেই ক্ষমা চাওয়ার কোনও মানে হয় না বলেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন যুবতী। নির্যাতিতার বক্তব্য, ওই যুবক জানে সে কী করেছে, তাই পালিয়ে বেড়াচ্ছে। একরাশ ক্ষোভ নিয়ে তিনি দাবি করেছেন, ঘটনার পর ১২ দিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এদিকে ওই যুবক আগাম জামিনের জন্য আবেদন করেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে দাবি করা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধ ভারতীয় দণ্ডবিধির যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। তবে যুবতীর দাবি, ‘আমি বিচার চাই এবং অন্যান্য মেয়েদের বলতে চাই যখন কারও সঙ্গে কথা বলবে বা বাইরে দেখা করতে যাবে, সাবধান হও।’