
নয়াদিল্লি: কথা ছিল তিহাড় জেলে রাখা হবে মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে। কিন্তু তা এখনও হয়নি। আপাতত বিচারপ্রক্রিয়া চলাকালীন NIA হেফাজতেই রয়েছেন এই পাক বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী। এককালে ব্যবসার কারি কারি টাকা তাহাউর লাগাতেন সন্ত্রাসে মদত জোগাতে, তার বিরুদ্ধে অভিযোগ কিছুটা এমনটাই। কিন্তু সেই টাকার পাহাড়ে বসে থাকা তাহাউরের আজ কী হাল?
বৃহস্পতিবার দুপুরে আমেরিকা থেকে সরাসরি বিমানে চড়িয়ে ভারতে নিয়ে আসা হয়েছে ২৬/১১ হামলার মূল চক্রীকে। তাহাউরের ভারতে ‘পা’ রাখার পরেই NIA তরফে বিবৃতি প্রকাশ করে তুলে ধরা হয় তাঁর একটি ছবি। সেখানে তার মুখ না দেখা গেলেও, বয়সের ছাপ কার্যত স্পষ্ট। সাদা হয়েছে চুল-দাড়ি। পরনে ঢিলেঢালা জামা। চোখে চশমা।
সূত্রের খবর, তাহাউরকে এখন রাখা হয়েছে NIA-এর সদর দফতরের নীচতলার একটি ১৯৬ বর্গফুটের সেলে। আঁটোসাঁটো পরিবেশ। সর্বক্ষণ নিরাপত্তা। প্রতি ৪৮ ঘণ্টা অন্তর হবে মেডিক্য়াল পরীক্ষা। আর গোটা সেলটা অন্দর ও বাইরে থেকে মোড়ানো সিসিটিভির নিরাপত্তায়। তার মাঝেই ঠাঁই রানার। জানা গিয়েছে, ছোট্ট সেলটির মধ্যে মাটিতেই পাতা বিছানা। শৌচের ব্যবস্থা ওই একই ঘরেই। আগামী ১৮ দিন এখানেই থাকতে হবে তাঁকে। উল্লেখ্য, রানাকে জেরার জন্য ১২ জনের একটি দল গঠন করা হয়েছে NIA তরফে। একমাত্র ওই দলের সদস্যরাই রানার সেলে ঢোকার অনুমতি রয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জেরা। সঙ্গে চলছে ভিডিয়ো রেকর্ডিং।