Video: ৫০ বছরের বাবাকে বিয়ে করলেন ২৪ বছরের মেয়ে, মাথা ভর্তি সিঁদুর পরে বললেন, ‘এতে লজ্জার কী আছে?’
Video: যুবতীর পরনে রয়েছে লাল শাড়ি। গলায় মঙ্গলসূত্র। মাথা ভর্তি সিঁদুর। ভিডিয়োয় তিনি বলছেন, "দুনিয়া গোল্লায় যাক। আমাদের কেউ সমর্থন করুক বা না করুক কিচ্ছু এসে যায় না। আমরা বিয়ে করে নিয়েছি। এতে লজ্জার কী আছে? যখন আমাদের পিছনে লোকজন কথা বলতেন তাঁদের মুখে থাপ্পর। বিয়ে করে আমরা দু'জনই খুশি।"
তোলপাড় নেটমাধ্যম। কারণ একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে কেউ না কেউ প্রতিক্রিয়া দিচ্ছেন। কোনও নেটাগরিক হাসছেন, বেশিরভাগই আবার কুমন্তব্য করছেন। কিন্তু কোন ভিডিয়ো? যা নিয়ে ঝড় বইছে সামাজিক মাধ্যমে? সমাজবাদী পার্টির নেতা জয় সিংহ যাদব পোস্ট করেছেন ভিডিয়োটি। (সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা) যেখানে পঞ্চাশ বছর বয়সী বাবাকে বিয়ে করেছেন তাঁরই চব্বিশ বছরের কন্যা সন্তান। যা জানাজানি হতেই ভাইরাল হয়েছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই যুবতী বলছেন, “ইনি আমার বাবা। আর আমরা দু’জন খুবই খুশি বিয়ের পর।” ভিডিয়ো ওই যুবতী যখন এই মন্তব্য করছেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর বাবাও বললেন, “হ্যাঁ ও আমার মেয়ে। তাতে কী হয়েছে আমরা বিয়ে করেছি? কোনও অসুবিধা আছে?”
যুবতীর পরনে রয়েছে লাল শাড়ি। গলায় মঙ্গলসূত্র। মাথা ভর্তি সিঁদুর। ভিডিয়োয় তিনি বলছেন, “দুনিয়া গোল্লায় যাক। আমাদের কেউ সমর্থন করুক বা না করুক কিচ্ছু এসে যায় না। আমরা বিয়ে করে নিয়েছি। এতে লজ্জার কী আছে? যখন আমাদের পিছনে লোকজন কথা বলতেন তাঁদের মুখে থাপ্পর। বিয়ে করে আমরা দু’জনই খুশি।”
View this post on Instagram