Weather Update: বিহারে মৃত্যুমিছিল, তিন দিনে প্রাণ গেল ২৫ জনের! কী এমন চলছে পড়শি রাজ্যে?

Weather Update: কোনও মহামারি নয়, এই মৃত্যুমিছিল আসলে বজ্রপাতের ফলাফল। গত দু'দিন ধরেই সে রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। সঙ্গী হয়েছে বজ্রপাতও। আর তাতেই প্রাণ গিয়েছে গোটা বিশেক মানুষের।

Weather Update: বিহারে মৃত্যুমিছিল, তিন দিনে প্রাণ গেল ২৫ জনের! কী এমন চলছে পড়শি রাজ্যে?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Apr 10, 2025 | 10:50 PM

পটনা: বিহারে মৃত্যুমিছিল। ৭২ ঘণ্টায় প্রাণ গেল ২৫ জনের। বৃহস্পতিবার মুখ্য়মন্ত্রীর দফতর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গত দু’দিন নালন্দায় মৃত্যু হয়েছে ১৮ জনের। সিওয়ান জেলায় মৃত্যু হয়েছে দু’জনের। কাটিহার, দ্বারভাঙ্গা-সহ পাঁচ জেলায় মৃত্যু হয়েছে ১ জন করে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

কিন্তু হঠাৎ করেই কোন মহামারি লাগল বিহারের অন্দরে?

কোনও মহামারি নয়, এই মৃত্যুমিছিল আসলে বজ্রপাতের ফলাফল। গত দু’দিন ধরেই সে রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। তাতে সঙ্গী হয়েছে বজ্রপাতও। যার জেরে প্রাণ গিয়েছে গোটা বিশেক মানুষের। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ঝড়-বৃষ্টির মাঝেও কোথাও কোথাও নেমে আসছে শিলাবৃষ্টিও। জানা গিয়েছে, আগামী পাঁচ দিন পরিস্থিতি এমনটাই থাকবে।

মঙ্গলবার থেকে পড়শি রাজ্যে ‘প্রতিবাদে’ আবহাওয়া। মঙ্গল ও বুধের পরিসংখ্যান মিলিয়ে বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে ১৯ জনের। যা বৃহস্পতিবার বেড়ে হল ২৫।

প্রসঙ্গত, পাশের রাজ্যে প্রভাব সম্ভবত পড়বে বাংলাতেও। সকাল থেকেই দফায় দফায় চলেছে শহর ও দক্ষিণবঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। কোথাও আবার দেখা গিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত। সন্ধ্যায় আলিপুর আবহাওয়া দফতর তরফে কালবৈশাখী ধেয়ে আসছে উত্তরবঙ্গের দিকে। যার প্রভাব পড়তে পারে রাজ্যের বাকি অংশেও।