Cash Donation in Temple: লম্বা হয়ে মেঝেয় বসে টাকা গুনছেন পুরোহিতরা, কোথায় ঘটল এমন কাণ্ড?
Cash Donation in Temple: ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই টাকা গোনার ছবি। অবশ্য, শুধুই নোট নয়। জড়ো করা হয়েছে পাহাড়প্রমাণ মুদ্রাও। কিন্তু হঠাৎ করে মাত্র ৩০ দিনে এই বিপুল পরিমাণ অর্থ দান হল মন্দিরে?

বেঙ্গালুরু: থরে থরে সাজানো টাকা। লম্বা লাইন করে পরপর বসে পুরোহিতরা। তারপর শুরু হল গোনা। ঘটনা কর্নাটকের রায়চুড়ে রাঘবেন্দ্র স্বামী মঠের। সেখানে গত ৩০ দিনে দানপত্রে পড়েছে কোটি কোটি টাকা। যা গুনতে গিয়ে নাজেহাল পুরোহিত ও মন্দিরের অন্যান্য কর্মীরা।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই টাকা গোনার ছবি। অবশ্য, শুধুই নোট নয়। জড়ো করা হয়েছে পাহাড়প্রমাণ মুদ্রাও। কিন্তু হঠাৎ করে মাত্র ৩০ দিনে এই বিপুল পরিমাণ অর্থ দান হল মন্দিরে? জানা গিয়েছে, ষোড়শ শতকের সাধু রাঘবেন্দ্র স্বামীর জন্মতিথি উপলক্ষেই গত ৩০ দিন যাবৎ মন্দিরে ভিড় জমিয়েছিলেন বিপুল পুণ্যার্থীরা। তারই পরিণাম এই বিপুল অর্থ।
মন্দির কর্তৃপক্ষ তরফে আরও জানা গিয়েছে, শুধুই নগদ টাকা নয়। দানপত্র থেকে মিলেছে ভরি ভরি গয়নাও। প্রধান পুরোহিতের দাবি, এই ৩০ দিনে মোট তিন ভরি গয়না দান করেছে ভক্তরা। এছাড়াও, মিলেছে এক কেজি রুপো।
প্রসঙ্গত, কর্নাটকের এই মঠের খ্যাতি কিন্তু বিশ্বব্যাপী। প্রতিবছর দেশের তো বটেই, বিদেশ থেকে বহু পুণ্যার্থী এই মঠ দর্শনে আসেন। তবে এই ৩০ দিনে ঠিক কত সংখ্য়ক ভক্তের সমাগম হয়েছিল, তা এখন সঠিক ভাবে জানাতে পারেনি মন্দির কর্তৃপক্ষ।
গতবছর এই রাঘবেন্দ্র মঠে ঘুরতে এসেছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। মেয়ে-জামাইয়ের সঙ্গে মন্দিরে দর্শনে আসতে দেখা গিয়েছিল, ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি ও শুধা মূর্তিকেও।





