Jammu-Kashmir Floods: কাশ্মীরে ‘লাল সতর্কতা’! সরে যাচ্ছে ‘পায়ের তলার মাটি’, ঘরছাড়া শতাধিক
Jammu-Kashmir Floods: শনিবার আবহাওয়া দফতর তরফে লাল সর্তকতা জারি করা হয়েছে জম্মু-কাশ্মীরে। জানানো হয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে সেখানে।

শ্রীনগর: রাতারাতি ঘরছাড়া শতাধিক। মৃত্যু হয়েছে তিন জনের। জম্মু-কাশ্মীরে এখন ভয়ের আবহ। ভারী বৃষ্টিপাতের কারণে চেনাব নদীতে আসা বন্যার জেরে উপত্যকার ধর্মকুণ্ড গ্রাম-সহ একাধিক এলাকায় হাতের বাইরে পরিস্থিতি। বৃষ্টিপাত, বন্যা ও তার জেরে হওয়া ভূমিধসে অবরুদ্ধ হয়েছে কাশ্মীরের একাধিক জাতীয় সড়ক।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরে হওয়া বৃষ্টিপাতে জেরে ‘ফুঁসছে’ চেনাব নদী। যার কোপ পড়েছে সাধারণ মানুষের উপর। এক দুর্গত জানাচ্ছেন, রাস্তাগুলি নদীতে পরিণত হয়েছে। ভূমিধসে ১০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। গুরুতর ভাবে জখম হয়েছেন ২৫ থেকে ৩০ জন গ্রামবাসী। প্রশাসন তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই তাদের উদ্যোগে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে শতাধিক দুর্গতদের উদ্ধার করা হয়েছে। তবে এটাই যে চূড়ান্ত সংখ্যা, এমনটাও আশ্বাস দিতে পারছেন না তারা।
উল্লেখ্য, ধর্মকুণ্ডে বন্যা পরিস্থিতির কারণে মৃত্যু হয়েছে তিন জনের। মূলত, ভূমিধসে বাড়ি ভেঙে পড়ে তাদের মাথায়। যার জেরে মৃত্যু হয় দুই শিশু-সহ এক বৃদ্ধর। এই মর্মে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আমরা সর্বক্ষণ মনিটরিং চালাচ্ছি। এমনকি, দুর্গতদের উদ্ধার করে পুর্নবাসনের যথাযথ ব্যবস্থা করা হয়েছে।’
প্রসঙ্গত, শনিবার আবহাওয়া দফতর তরফে লাল সর্তকতা জারি করা হয়েছে জম্মু-কাশ্মীরে। জানানো হয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে সেখানে। যার জেরেই এমন পরিণতি।

