Illegal Fire Crackers: অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩, আহত ৭

Sep 28, 2024 | 10:05 PM

Illegal Fire Crackers: জানা গিয়েছে, এলাকার একটি বাড়িতে এই অবৈধ বাজি কারখানাটি চলছিল। বাজি তৈরিতে নিয়ম বহির্ভূতভাবে বেআইনি রাসায়নিক ব্যবহার করা হতো। তা থেকেই আগুন লাগার ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল কর্মী, ফরেন্সিক টিম।

Illegal Fire Crackers: অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩, আহত ৭
বিস্ফোরণস্থল।
Image Credit source: ANI

Follow Us

হরিয়ানা: অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও অবধি ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৭ জন আহত। শনিবার হরিয়ানার সোনিপতে এই ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, নিহত তিনজনের দেহ একেবারে ঝলসে গিয়েছে। আহতরাও মারাত্মকভাবে জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

জানা গিয়েছে, এলাকার একটি বাড়িতে এই অবৈধ বাজি কারখানাটি চলছিল। বাজি তৈরিতে নিয়ম বহির্ভূতভাবে বেআইনি রাসায়নিক ব্যবহার করা হতো। তা থেকেই আগুন লাগার ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল কর্মী, ফরেন্সিক টিম।

সোনিপতের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ জিত সিং সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, “ঘটনাস্থল থেকে আমরা বিস্ফোরক উদ্ধার করেছি। কয়েকজন বলছিলেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পেয়েছেন। এফএসএল টিম দেখছে বিষয়টি।” বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চলছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

Next Article