নয়া দিল্লি: আনলকের অন্যতম শর্তই ছিল কঠোরভাবে বিধিনিষেধ অনুসরণ। নিয়ম ভাঙলেই বন্ধ করে দেওয়া হবে দোকানপাট বা বাজার। তবে এটা কেবল খাতায় কলমে সতর্কতা নয়, সত্যিই করে দেখাল দিল্লি প্রশাসন। করোনা বিধি লঙ্ঘনের কারণে বন্ধ করা হল দিল্লির তিনটি বাজার। এর মধ্যে রয়েছে সিলামপুর মার্কেট, রানীবাগ মার্কেট এবং সুলতানপুরী সবজি মান্ডি। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এই সমস্ত বাজারগুলি বন্ধ করে দিয়েছে। প্রশাসনের তরফে পুলিশকেও কঠোরভাবে নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। আদেশটি মানছেন না, এমন দোকানদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।
তিনটি বাজার বন্ধের জন্য জারি নির্দেশিকায় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বাজারগুলিতে কোভিড নিয়মবিধি অনুসরণ করা হচ্ছে না। মার্কেট অ্যাসোসিয়েশন এবং বিক্রেতারা সাধারণ মানুষকে বিধিনিষেধ ভালভাবে অনুসরণ করতে বাধ্য করেনি বা তারা ভিড়কে নিয়ন্ত্রণ করতে পারেনি। বাজারে উপচে পড়া ভিড় থেকে দ্রুত করোনা সংক্রমণ ঘটতে পারে। তাই প্রশাসন বাজার বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে।
এই নির্দেশিকায় বলা হয়েছে, বন্ধ বাজার এলাকার কোনও দোকানি যদি নির্দেশ না মানেন, তবে তাঁর বিরুদ্ধে মহামারী আইন লঙ্ঘনের অভিযোগ করা হবে। তবে বাজার এলাকায় থাকা অত্যাবশ্যকীয় পরিষেবা সম্পর্কিত সমস্ত দোকান খোলা থাকবে।
মার্কেট অ্যাসোসিয়েশনকে আগামী তিন দিনের মধ্যে কোভিডবিধি অনুসরণ সম্পর্কিত একটি পরিকল্পনা প্রস্তুত ও উপস্থাপন করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। উল্লেখ্য, এর আগে কোভিডবিধি ভঙ্গের অভিযোগে লক্ষ্মীনগর বাজার, লাজপত নগর বাজার এবং গফর বাজারও বন্ধ ছিল। আরও পড়ুন: ফের ভারত-পাক সীমান্তে ড্রোনের নজরদারি, গুলি চালাতেই পথ বদলে উধাও পাকিস্তানের দিকে!