Operation Sankalp: বাইরে সিঁদুর, ভিতরে সংকল্প! সীমান্তে যখন লড়ছে সেনা, তখন আরেক অভিযানে জয় ভারতের

Operation Sankalp: তবে এই গোটা অভিযানে কোনও নিরাপত্তারক্ষীর প্রাণ গিয়েছে কিনা সেই নিয়ে তথ্য পাওয়া যায়নি। এদিকে বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, 'নিহত ৩১ জন মাওবাদীর মধ্য়ে ২০ জনের পরিচয় পেয়েছে পুলিশ।

Operation Sankalp: বাইরে সিঁদুর, ভিতরে সংকল্প! সীমান্তে যখন লড়ছে সেনা, তখন আরেক অভিযানে জয় ভারতের
প্র্রতীকী ছবিImage Credit source: PTI

|

May 15, 2025 | 2:42 PM

নয়াদিল্লি: বাইরে সিঁদুর, ভিতরে সংকল্প। যে সময় একের পর এক পাকিস্তান জঙ্গিকে ‘ঘরে ঢুকে’ শেষ করেছে ভারতীয় সেনা। সেই সময় দেশের অন্দরেও বড় জয় লাভ করেছে আধাসেনা। শেষ করেছে একের পর এক রাষ্ট্রদ্রোহী মাওবাদী।

সোমবার ছত্তীসগঢ় পুলিশ তরফে জানা গিয়েছে, অপারেশন সংকল্প অভিযান চালিয়ে ৩১ জন মাওবাদীকে খতম করেছে আধাসেনা ও পুলিশের যৌথ বাহিনী। গত ২১ দিন ধরে দেশের অন্দরে চলেছে এই অভিযান। ছত্তীসগঢ় ও তেলেঙ্গনা সীমান্তে থাকা কারেগুট্টা হিলসে ঢুকে পড়েন নিরাপত্তারক্ষীরা। বাইরে থেকে শুধু পাওয়া যায় পরপর গুলির শব্দ।

তবে এই গোটা অভিযানে কোনও নিরাপত্তারক্ষীর প্রাণ গিয়েছে কিনা সেই নিয়ে তথ্য পাওয়া যায়নি। এদিকে বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, ‘নিহত ৩১ জন মাওবাদীর মধ্য়ে ২০ জনের পরিচয় পেয়েছে পুলিশ। বাকি ১১-এর দেহ ময়নাতদন্তের পর পরিচয় সন্ধান করে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’

ইতিমধ্যে এই ঘটনায় দেশের আধাসেনা ও পুলিশ বাহিনীর প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদীদের এলাকাতেও যে এবার ভারতের পতাকা উড়তে পারবে, সেই প্রসঙ্গ তুলে নিরাপত্তারক্ষীদের সাধুবাদ দিয়েছেন তিনি। পাশাপাশি, মনে করিয়ে দিয়েছেন, তাদের হাতে থাকা বড় দায়িত্ব অর্থাৎ ২০২৬ সালের মধ্যে দেশকে নকশালমুক্ত করা।