State Nutrition Budget: গরু খাওয়াতে খরচ ৪০ টাকা, এদিকে অপুষ্টিতে ভোগা শিশু পাচ্ছে ১২ টাকা! বিধানসভায় জমা পড়ল রিপোর্ট

State Nutrition Budget: বিধানসভায় এই প্রশ্নটাই তুলেছিলেন কংগ্রেস নেতা বিক্রন্ত ভুড়িয়া। যার উত্তর প্রকাশ্য়ে আসতেই রীতিমতো সমালোচনার মুখে পড়েছে মধ্য প্রদেশের মোহন যাদবের সরকার।

State Nutrition Budget: গরু খাওয়াতে খরচ ৪০ টাকা, এদিকে অপুষ্টিতে ভোগা শিশু পাচ্ছে ১২ টাকা! বিধানসভায় জমা পড়ল রিপোর্ট
Image Credit source: Getty Image

|

Aug 07, 2025 | 5:44 PM

ভোপাল: একটি পরিসংখ্য়ান বলছে, গোটা রাজ্যে ১ লক্ষ ৩৬ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। এটা সরকারি পরিসংখ্য়ান। যা জানে মধ্য প্রদেশ সরকারও। এদের মধ্য়ে ২৯ হাজার শিশুর অবস্থা গুরুতর এবং ১ লক্ষের অধিক শিশুর দশা কিছুটা ঠিকঠাক বা স্থিতিশীল। সব মিলিয়ে রাজ্য়ের অপুষ্টির হার ৭.৭ শতাংশ। যা জাতীয় হারের তুলনায় ৫.৪০ শতাংশ বেশি।

কিন্তু যে রাজ্যে শিশুদের শরীরে ‘পুষ্টি নেই’। সেই রাজ্যের সরকার এই শিশুদের পুষ্টি জোগাতে কত খরচ করছে? বিধানসভায় এই প্রশ্নটাই তুলেছিলেন কংগ্রেস নেতা বিক্রন্ত ভুড়িয়া। যার উত্তর প্রকাশ্য়ে আসতেই রীতিমতো সমালোচনার মুখে পড়েছে মধ্য প্রদেশের মোহন যাদবের সরকার।

কংগ্রেস বিধায়কের প্রশ্নে বিধানসভায় রাজ্যে নারী ও শিশু কল্যাণ দফতর প্রদত্ত রিপোর্ট অনুযায়ী, “প্রতিদিন রাজ্য সরকার অপুষ্টিতে ভোগা শিশুর জন্য খরচ করে ৮ টাকা। আর যাদের অবস্থা গুরুতর, তাদের জন্য বরাদ্দ ব্যায় মাত্র ১২ টাকা।” এদিন মধ্য প্রদেশের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে তোপ দেগে ওই কংগ্রেস বিধায়ক বলেন, “অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য প্রতিদিনের বরাদ্দ মাত্র ১২টাকা। সেখানে গরুর খাবারের জন্য প্রতিদিন খরচ করা হচ্ছে ৪০ টাকা। দুধের দাম ৭০ টাকা প্রতি লিটার আর সরকারি বাবুরা একটা মিটিংয়েই হাজার হাজার টাকা মুখরোচক আর ড্রাই ফ্রুট খাচ্ছেন। আর যে সব শিশুদের শরীরে মাংসের লেশমাত্র নেই। তাদের জন্য বরাদ্দ মাত্র ১২ টাকা।”

অবশ্য, পুষ্টি বাজেটে এই ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন মধ্য প্রদেশে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী নির্মলা ভূড়িয়া। এদিন তিনি বলেন, “অন্য সকল রাজ্যগুলির মতোই পুষ্টি বাজেটে কেন্দ্রের থেকে বাড়তি কিছু অর্থ সাহায্যের আর্জি জানানো হয়েছে।” উল্লেখ্য, চলতি বছরের বাজেটেই মধ্য প্রদেশের অর্থ প্রতিমন্ত্রী জগদীশ দেবদা সরকারি শেল্টারে থাকা গরুগুলির জন্য প্রতিদিনের বরাদ্দ দ্বিগুণ করে ৪০ টাকা ঘোষণা করেন। এমনকি, গোসংরক্ষণের জন্য় রাজ্য়ের তরফে ৫০৫ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়।