Earthquake: মণিপুরে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

Earthquake: গভীর রাতে ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। রাস্তায় নেমে আসেন বহু মানুষ। মণিপুরের পাশাপাশি মেঘালয়ের একাধিক এলাকাও ভূমিকম্পে কেঁপে ওঠে।

Earthquake: মণিপুরে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও
প্রতীকী ছবি

May 28, 2025 | 8:17 AM

ইম্ফল: গভীর রাতে ভূমিকম্প মণিপুরে। মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল মেঘালয়-সহ আশপাশের এলাকাও। এমনকি, ভূকম্পন অনুভূত হল বাংলাদেশে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। রাত ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে।

গভীর রাতে ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। রাস্তায় নেমে আসেন বহু মানুষ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাতে আচমকা মনে হয়েছিল যেন ঘর দুলছে। ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন তাঁরা। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মণিপুরের পাশাপাশি মেঘালয়ের একাধিক এলাকাও ভূমিকম্পে কেঁপে ওঠে।

এমনকি, মণিপুরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় পড়শি দেশ বাংলাদেশেও। রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। তবে পদ্মাপারের দেশেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৫ মার্চ এক ঘণ্টার মধ্যে ২ বার কেঁপে উঠেছিল মণিপুর। দুটি ভূমিকম্পেরই উৎসস্থল ছিল কামজং জেলা। রিখটার স্কেলে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ ও ৪.১। একঘণ্টায় এভাবে ২ বার মাটি কেঁপে ওঠায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মাস তিনেকের মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর।