বোন বলেই ডাকত! ছাদে খেলার নামে ৫ বছরের শিশুকে ‘ধর্ষণ’ ভাড়াটে ৩ নাবালকের
Physical Assault: নির্যাতিতার মায়ের বয়ান অনুযায়ী, অভিযুক্তরা তিন ভাই। তারা একতলায় ভাড়া থাকত। প্রায়দিনই তাঁর মেয়ের সঙ্গে খেলতে আসত। গত বুধবার ওই শিশু ছাদে একাই খেলছিল। এমন সময়ে অভিযুক্তরা ওঠে।

লখনউ: নৃশংস, পৈশাচিক। ছাদে খেলতে গিয়ে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু। ধর্ষণের অভিযোগ উঠেছে তিন নাবালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তদের আটক করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার, উত্তর প্রদেশের বালিয়া জেলায়। শনিবার পুলিশ নির্যাতিতা শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আটক করে। ধৃতরা সকলেই নাবালক। তাদের বয়স যথাক্রমে ৬, ১৩ ও ১৬ বছর।
নির্যাতিতার মায়ের বয়ান অনুযায়ী, অভিযুক্তরা তিন ভাই। তারা একতলায় ভাড়া থাকত। প্রায়দিনই তাঁর মেয়ের সঙ্গে খেলতে আসত। গত বুধবার ওই শিশু ছাদে একাই খেলছিল। এমন সময়ে অভিযুক্তরা ওঠে। খেলার নামে ওই শিশুকন্যাকে ধর্ষণ করে তাঁরা।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ সুপার ফরেন্সিক টিম নিয়ে ঘটনাস্থলে যান এবং তথ্য প্রমাণ সংগ্রহ করেন। প্রাথমিক তদন্তের পর শনিবার তিন অভিযুক্ত নাবালককে আটক করা হয়েছে।





