Food Poison: পুরি-সবজি, লাড্ডু খেয়েই একে একে অসুস্থ হয়ে পড়ল ছাত্রছাত্রীরা, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে
Food Poison: জানা গিয়েছে, খাবার খাওয়ার পর অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। কারও বমি শুরু হয়ে যায়, কারও পেটে ব্যাথা শুরু হয়ে যায়। এরপর একে একে হাসপাতালে যায় পড়ুয়ারা। একজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে ভর্তি করা হয়েছে।

মধ্য প্রদেশ: প্রজাতন্ত্র দিবসে অসুস্থ পড়ল ৫৮ জন ছাত্রছাত্রী। খাবার খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। মধ্য প্রদেশের রেওয়ার ঘটনা। সরকারের স্কুলে অনুষ্ঠানের পর পড়ুয়াদের দেওয়া হয়েছিল পুরি-সবজি ও লাড্ডু। সেগুলো খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে তারা। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক পড়ুয়াকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। সরকারি হাসপাতালের হেল্থ অফিসার জানিয়েছেন, পতাকা উত্তোলনের পর খাবার দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের।
জানা গিয়েছে, খাবার খাওয়ার পর অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। কারও বমি শুরু হয়ে যায়, কারও পেটে ব্যাথা শুরু হয়ে যায়। এরপর একে একে হাসপাতালে যায় পড়ুয়ারা। একজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কুশা ভাউ ঠাকরে জেলার শ্যাম শাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে ওই পড়ুয়াদের।
গত নভেম্বরে একইভাবে ৬৪ জন সরকারি স্কুলের পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিল অন্ধ্র প্রদেশে। মিড ডে মিল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিল তারা। মণ্ডল পরিষদ এলিমেন্টারি স্কুলে ওই ঘটনা ঘটেছিল। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে জানা যায়, রান্না করার সময় খাবারে পড়ে গিয়েছিল টিকটিকি। সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা।





