Lightning: বাজ পড়ে নিহত আট, ৬ জনই শিশু
Chattisgarh: ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, পরিস্থিতির উপর নজর রয়েছে। রাজ্য সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। নিয়ম মেনে আর্থিক সহযোগিতার কথাও ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে।
ছত্তীসগঢ়: দুর্যোগপূর্ণ আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হচ্ছে একাধিক রাজ্যে। সেই দুর্যোগেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁওয়ে। বজ্রাঘাতে ৬ জন শিশু-সহ ৮ জনের মৃত্যু হয়েছে।
জেলাশাসক সঞ্জয় আগরওয়াল সংবাদসংস্থা এএনআইকে জানান, প্রবল বৃষ্টির সঙ্গে জোড়াতারাই গ্রামে বাজও পড়ছিল সোমবার। ৬ জন পড়ুয়া স্কুল থেকে ফিরছিল সেই সময়। ভারী বৃষ্টি দেখে আরও কয়েকজন গাছের নিচে দাঁড়িয়ে ছিল। এরইমধ্যে সজোরে একটি বাজ পড়ে। তাতেই ৮ জন মারা যান। আহতও হয়েছেন কয়েকজন।
Chhattisgarh CM Vishnu Deo Sai tweets, “The news of the death of 8 people including 5 school children due to lightning in Joratarai village of Rajnandgaon district is extremely sad. Instructions have been given to provide financial assistance of Rs 4 lakh each to the families of… pic.twitter.com/dHPidn3eTm
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 23, 2024
ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, পরিস্থিতির উপর নজর রয়েছে। রাজ্য সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। নিয়ম মেনে আর্থিক সহযোগিতার কথাও ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে। চলতি মাসের শুরুতেও এমনই মর্মান্তিক ঘটেছিল। মোহতরায় সাতজন মারা যান। মাঠ থেকে কাজ করে ফিরছিলেন তাঁরা। সেই সময়ই বাজ পড়ে মারা যান তাঁরা।