
কোয়েম্বাটুর: বেশিদূর পড়াশোনা করতে পারেননি। বৃদ্ধ বয়সেও এই নিয়ে মনের মধ্যে আক্ষেপ ছিল। স্বামীর মৃত্যুর পর একা একা দিন কাটতে চাইত না। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি সফল হয়ে দেখাবেন। সেটাই করে দেখালেন তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বছর সত্তরের রানি। পাশ করলেন ক্লাস টুয়েলভের পরীক্ষায়। তামিল ভাষায় ৮৯ পেয়ে তাক লাগিয়েও দিলেন।
বৃহস্পতিবার তামিলনাড়ুর ক্লাস টুয়েলভের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৭.৫৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। পাশের হার ৯৫.০৩ শতাংশ। সফল পরীক্ষার্থীদের তালিকায় জ্বলজ্বল করছে বছর সত্তরের রানির নাম। ৬০০ নম্বরের পরীক্ষায় ৩৪৬ পেয়েছেন তিনি। সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন তামিল ভাষায়। ইংরেজিতে ৫০, ইতিহাসে ৫২, অর্থনীতিতে ৪৮, বাণিজ্যে ৬৭ এবং অ্যাকাউন্টেন্সিতে ৪০ নম্বর পেয়েছেন।
বৃদ্ধ বয়সে নতুন করে কেন পড়াশোনা শুরু করলেন তিনি? রানি জানালেন, সংসারে আর্থিক টানাটানির জেরে বেশিদূর পড়াশোনা করতে পারেননি তিনি। স্বামীর মৃত্যুর পর এখন একাই থাকেন। সারাদিন বসে বসে দিন কাটত তাঁর। বেশিদূর পড়াশোনা না করতে পারার আক্ষেপ ছিল। তাই, নতুন করে পড়াশোনার সিদ্ধান্ত নেন। বাড়িতেই পড়াশোনা শুরু করেন। কোনও গৃহশিক্ষক রাখেননি। নিজেই ভাল করে বিষয়গুলি পড়তেন।
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেই থেমে থাকতে চান না রানি। এবার তিনি যোগব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসা সংক্রান্ত কোর্সে ভর্তি হতে চান। আরও এগিয়ে যেতে চান। তিনি বুঝিয়ে দিলেন, বয়স সংখ্যা মাত্র। চাইলে যেকোনও বয়সেই পড়াশোনা শুরু করা যায়।