
মুম্বই: বয়সকালে নতুন প্রেম করেছিলেন। একা থাকার জ্বালা নিবারণেই দ্বারস্থ হয়েছিলেন ডেটিং অ্যাপে। ব্যাপারটা কাজও দিয়েছিল। আলাপ, বন্ধুত্ব তারপর একটু মিঠে প্রেম। কিন্তু কয়েক মাসের মধ্যে গোটা ব্য়াপারটা যেন একেবারে উল্টে গেল। যে জিয়ার চোখে প্রেম দেখেছিলেন বৃদ্ধ। সেই জিয়াই নাকি প্রতারক। মানা কঠিন।
ঘটনা মুম্বইয়ের। বৃদ্ধ বয়সের প্রেমের জেরে ৭৩ লক্ষ টাকা মাশুল গুনতে হল নয়া পানভেলের এই বাসিন্দাকে। দ্বারস্থ হতে হল থানায়।
খন্ডেশ্বর পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতবছর মার্চ মাসে জিয়ার সঙ্গে প্রথম আলাপ হয় ওই বৃদ্ধের। ডেটিং অ্যাপ থেকে পরিচয়। পরে হোয়াটসঅ্যাপে মাখোমাখো হয় ব্যাপারটা। আর তখনই একটা প্রতারণা ফাঁদ বুনে ফেলেন অভিযুক্ত জিয়া। বৃদ্ধ প্রেমিককে ফেলে দেন সেই ফাঁদে।
বৃদ্ধকে একটি ট্রেডিং অ্যাপে তার কষ্টার্জিত উপার্জন বিনিয়োগ করতে বলে সে। মার্চ থেকে মে, এই সময়কালে প্রেমিকা জিয়ার কথা শুনে প্রায় ৭৩ লক্ষ টাকা বিনিয়োগ করে দেন সেই ব্যক্তি। কিন্তু টাকা ঢাললেও, রিটার্ন কোথায়? তবু চুপ থাকে সে। তখনও ঠাওর করে উঠতে পারে না যে সে একটা বড় চক্রের জালে জড়িয়ে গিয়েছে।
মাস কয়েক আবার নিজের বিনিয়োগ নিয়ে তদারকি করেন ওই বৃদ্ধ। ততক্ষণে খেলা শেষ। ট্রেডিং অ্যাপ থেকে সব টাকা তুলে নিয়েছে জিয়া। বৃদ্ধ মেসেজ করলেও, তাকে কোনও প্রত্যুত্তর দেয় না। উল্টে নাকি ব্লক করে দেয়, দাবি সেই ব্যক্তির। তখনই থানায় গিয়ে দ্বারস্থ হন তিনি। খুইয়ে ফেলে ৭৩ লক্ষ টাকা। শুক্রবার, ৪২০-এর আইনের ধারায় সেই অজ্ঞাত পরিচয়ের মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে সাইবার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।