ভাটিন্ডা: মর্মান্তিক। নয়ানজুলিতে বাস উল্টে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাটিন্ডায়। ভাটিন্ডা আর্বানের বিধায়ক জাগরুপ সিং গিল বলেন, দুর্ঘটনাস্থলেই ৫ জনের মৃত্য হয়। চিকিৎসা চলাকালীন আরও তিনজন মারা যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালওয়ান্ডি সাবো থেকে ভাটিন্ডা শহরের দিকে যাচ্ছিল বাসটি। জিওয়ান সিং ওয়ালা গ্রামে একটি সেতুতে ধাক্কা মারার পর নয়ানজুলি পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আসে পুলিশ ও এনডিআরএফ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতুর রেলিং ভেঙে বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে বাসের চাকা পিছনে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ভাটিন্ডার ডেপুটি কমিশনার এস আহমেদ প্যারে জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামায় প্রাণহানির সংখ্যা কম হয়েছে। বাসে কতজন যাত্রী ছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শহিদ ভাই মণি সিং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৮ জনের চিকিৎসা চলছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।