
মুম্বই: পরিবারের স্বপ্ন ছেলে ডাক্তার হবে। NEET UG ২০২৫ পরীক্ষায় ব়্যাঙ্ক-ও করেছিলেন যুবক। সবাই খুশি। কিন্তু, তিনি ডাক্তার হতে চান কি না, তা নিয়ে কেউ যুবককে জিজ্ঞাসা করেননি। মেডিক্যাল কলেজে ভর্তি হতে যাওয়ার দিনই আত্মহত্যা করলেন ওই যুবক। পাওয়া গেল সুইসাইড নোট। কেন আত্মহত্যা করলেন, সেকথা তিনি লিখে রেখে গিয়েছেন। ঘটনাটি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার।
পুলিশ জানিয়েছে, বছর উনিশের মৃত ওই যুবকের নাম অনুরাগ অনিল বোরকর। সিন্দেওয়াহি তালুকের নওয়ারগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন। NEET UG ২০২৫ পরীক্ষায় ৯৯.৯৯ পারসেন্টাইল পান। ওবিসি ক্যাটেগরিতে তাঁর সর্বভারতীয় ব়্যাঙ্ক হয় ১৪৭৫। অনিলের সাফল্যে উচ্ছ্বসিত ছিলেন তাঁর পরিজনরা।
উত্তর প্রদেশের গোরখপুরে এমবিবিএস কোর্সে তাঁর ভর্তির প্রস্তুতি নিচ্ছিল পরিবার। পুলিশ জানিয়েছে, যেদিন গোরখপুর যাওয়ার কথা ছিল, সেদিনই আত্মহত্যা করেন অনিল। বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। সুইসাইড নোটে কী লিখেছেন, তা জানায়নি পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, অনিল লিখে গিয়েছেন, তিনি ডাক্তার হতে চান না। ঘটনার তদন্ত করছে পুলিশ।
মনোবিদরা বলছেন, নিজেদের কেরিয়ার ও পড়াশোনা নিয়ে চাপের মুখে পড়েন অনেক তরুণ-তরুণীই। এই চাপ কাটাতে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে তাঁদের খোলামেলা আলোচনা করা দরকার। বাবা-মা ও বন্ধুবান্ধবের সঙ্গে কথা বললে মানসিক চাপ দূর হতে পারে। অভিভাবকদেরও সন্তানদের সঙ্গে কথা বলা দরকার বলে জানাচ্ছেন মনোবিদরা। তাতে সন্তানদের ইচ্ছা-অনিচ্ছার কথা জানতে পারা যায়।