মমতা হিংসার রাজনীতি করছেন, দিল্লিতে কমিশনের দ্বারস্থ নকভিরা

Apr 11, 2021 | 2:42 PM

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ‘হিংসার রাজনীতি’ করার অভিযোগ করলেন নকভি।

মমতা হিংসার রাজনীতি করছেন, দিল্লিতে কমিশনের দ্বারস্থ নকভিরা
ছবি টুইটার

Follow Us

নয়া দিল্লি: ভোটের (West Bengal elections 2021) বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ। রবিবার দিল্লিতে নির্বাচন কমিশন দফতরে গেল বিজেপির প্রতিনিধি দিল। কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আব্বাস নকভির নেতৃত্বে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা। সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘হিংসার রাজনীতি’ করার অভিযোগ করলেন নকভি। ছিলেন বিজেপি নেতা হংস রাজ হংস ও দুষ্মন্ত গৌতম।

সূত্রের খবর, কমিশনের কাছে ভোটের বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নালিশ জানিয়েছেন বিজেপি নেতারা। এদিন কমিশন থেকে বেরিয়ে নকভি বলেন, মমতা হিংসার রাজনীতি করছেন। তৃণমূলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

অন্যদিকে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর প্রশ্নে নকভি বলেন, নির্বাচন কমিশন ভয়মুক্ত ও হিংসামুক্ত নির্বাচন করার লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। সমস্ত রাজনৈতিক দলের জন্যই একই নিয়ম। বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে ধরনের মন্তব্য করেন তাতে উস্কানি ছাড়া আর কিছুই থাকে না। এ ধরনের মন্তব্য হিংসা ছড়ায়।

Next Article