Kerala Anganwadi Viral Video: অঙ্গনওয়াড়ির মেনুতে থাকবে বিরিয়ানি? খুদে পড়ুয়ার আবদার ‘বিবেচনার’ সিদ্ধান্ত মন্ত্রীর
Kerala Anganwadi Viral Video: ঘটনা কেরলের। সেখানেরই এক অঙ্গনওয়াড়ির খুদে পড়ুয়ার আবদার আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে। কী আবদার করছে সেই খুদেটি? প্রতিদিন মুখে আর ওই উপমা রুচছে না তাঁর।

ঘটনা কেরলের। সেখানেরই এক অঙ্গনওয়াড়ির খুদে পড়ুয়ার আবদার আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে। কী আবদার করছে সেই খুদেটি? প্রতিদিন মুখে আর ওই উপমা রুচছে না তাঁর। মন বলছে, একটু ভাল-মন্দ চাই। তাই ভিডিয়ো করে নিজের মনের কথাটা বলে ফেলল সে। যা রীতিমতো দাগ কেটে দিল সমাজমাধ্য়মে।
কী সেই খুদের মনের কথা?
শিশুটির নাম শঙ্কু। কেরলেরই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে সে। কিন্তু প্রতিদিন ওই উপমা খেতে জিভে অরুচি ধরে গিয়েছে। তাই তাঁর আবদার যদি একটু ভাল-মন্দ ব্যবস্থা করা যায় আরকি।
ভাইরাল ভিডিয়োয় শোনা গিয়েছে, ‘উপমা খাব না। বিরিয়ানি আর ফ্রায়েড চিকেন খেতে চাই।’ ইতিমধ্যেই নেট দুনিয়ায় তো ভাইরাল হয়েছেই। তার পাশাপাশি সে রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী বীণা জর্জের কাছেও গিয়ে পৌঁছেছে সেই ভিডিয়োটি। নিজের সমাজমাধ্যমেও তা পোস্টও করেছেন তিনি।
তবে পোস্ট করেই কিন্তু নিজের দায় সেরে ফেলেননি শিশু ও নারী কল্য়াণ মন্ত্রী। প্রতিশ্রুতি দিয়েছেন এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার। পাশাপাশি, ভাইরাল শঙ্কুর প্রতিও অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।
এদিন মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই অঙ্গনওয়াড়িতে প্রতিটি শিশুকে উপযুক্ত পুষ্টি দেওয়ার জন্য ডিম ও দুধের ব্যবস্থা করে দিয়েছে সরকার। এছাড়াও, সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে স্থানীয় কেন্দ্রগুলিতে।’ এরপরেই তিনি আরও বলেন, ‘শঙ্কুর এই আবদারের কথা বিবেচনা করে খাবারের মেনুতে যদি কোনও পরিবর্তন আনা সম্ভব হয় সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।’





