Mumbai: প্রেমিক IPS হতেই বিয়েতে নারাজ! ক্ষেপে গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের প্রেমিকার
Mumbai: প্রথমে চ্যাটে কথা বার্তা। তারপর ফোনে। সেই থেকে শুরু হয় বন্ধুত্ব। যা কয়েক মাস পর পরিণত হয় প্রণয়ের সম্পর্কে। এমনকি, নির্যাতিতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই IPS অফিসার। কিন্তু তা হয়নি।

মুম্বই: রক্ষকই ভক্ষক? ধর্ষণের অভিযোগ দায়ের খোদ IPS-এর বিরুদ্ধে। ঘটনা মহারাষ্ট্রের নাগপুরের। শুক্রবার সেখানকার ইমামওয়াদা থানায় গিয়ে এক IPS অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন স্থানীয় এক চিকিৎসক।
পুলিশকে তিনি জানান, ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় ওই IPS অফিসারের সঙ্গে পরিচয় হয় তার। তবে তিনি তখনও UPSC পরীক্ষায় উত্তীর্ণ হননি। পড়াশোনা করছিলেন। একই ভাবে চলছি সেই নির্যাতিতার মেডিক্যালের পড়াশোনা।
প্রথমে চ্যাটে কথা বার্তা। তারপর ফোনে। সেই থেকে শুরু হয় বন্ধুত্ব। যা কয়েক মাস পর পরিণত হয় প্রণয়ের সম্পর্কে। এমনকি, নির্যাতিতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই IPS অফিসার। কিন্তু তা হয়নি।
নির্যাতিতার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি সহবাস করেছেন। কিন্তু পরে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হতেই চিকিৎসককে এড়িয়ে যেতে শুরু করে ওই IPS অফিসার। এমনকি, চিকিৎসক যখন সেই সদ্য উত্তীর্ণ IPS-কে বিয়ের কথা বলেন, তখন সে তা নস্যাৎ করে দেন। এমনকি, প্রেমিক IPS-এর পরিবারের সঙ্গেও যোগাযোগ করলে কেউ ওই মহিলার কথা শুনতে রাজি হয় না। তারপরই থানায় গিয়ে শনিবার বিয়ের প্রতিশ্রুতি সহবাসের অভিযোগ দায়ের করেন চিকিৎসক।





