AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hindu Muslim Wedding Card: একই কার্ডে বিয়ে ও নিকাহর নিমন্ত্রণ, নজির গড়া বন্ধুত্ব এই দুই হিন্দু-মুসলিম প্রতিবেশীর

Hindu Muslim Wedding Card: ঘটনা রাজস্থানের কোটা এলাকার চক্রবর্তী ও আনসারি পরিবারের। জানা গিয়েছে, এই দুই পরিবারের পরিচয় কমপক্ষে ৪০ বছর ধরে। সেই সময় ওই কোটা এলাকার মসজিদ গলিতেই থাকত দুই পরিবার। সেখান থেকে শুরু তাদের পথ চলা।

Hindu Muslim Wedding Card: একই কার্ডে বিয়ে ও নিকাহর নিমন্ত্রণ, নজির গড়া বন্ধুত্ব এই দুই হিন্দু-মুসলিম প্রতিবেশীর
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 10, 2025 | 9:27 PM
Share

কোটা: বিভেদ-বিভাজনের ‘দূষিত আবহে’ সম্প্রীতির ছবি তৈরি করলেন দুই প্রতিবেশী। একজন মুসলিম। অন্যজন হিন্দু। কিন্তু দু’জনের মধ্যে সম্পর্কটা এখন আত্মীক। রক্তের সম্পর্কের না হয়েও, তাদের ভ্রাতৃত্ব দেখার মতো। একই এলাকায় পাশাপাশি বাড়ি, একই সঙ্গে ব্যবসা। এবার দুই ছেলের বিয়ে কার্ডও এই দুই প্রতিবেশী ছাপালেন একই সঙ্গে। একদিকে রয়েছে বিয়ের তারিখ। অন্যদিকে, নিকাহর।

ঘটনা রাজস্থানের কোটা এলাকার চক্রবর্তী ও আনসারি পরিবারের। জানা গিয়েছে, এই দুই পরিবারের পরিচয় কমপক্ষে ৪০ বছর ধরে। সেই সময় ওই কোটা এলাকার মসজিদ গলিতেই থাকত দুই পরিবার। সেখান থেকে শুরু তাদের পথ চলা। এই পথ চলা আসলে বন্ধুত্বের। বাড়ির দুই কর্তা যথাক্রমে বিশ্বজিৎ চক্রবর্তী ও আব্দুল আনসারি, আজ থেকে ৪০ বছর আগে প্রথম যৌথ অংশীদারিত্ব একটি ব্যবসা খোলেন তারা। সময়ের সঙ্গে যত উন্নতি হয়েছে ব্যবসার, ততই মজবুত হয়েছে এই দুইয়ের সম্পর্কের সেতু।

আপাতত চার দশক কাটিয়ে ফেলেছে তাদের বন্ধুত্ব। মসজিদ গলি থেকে বেরিয়ে আগের তুলনায় অনেকটা প্রতিপত্তি তৈরি করেছে তারা। তৈরি করেছে বাড়ি-গাড়ি। কিন্তু সব রয়েছে পাশাপাশি। মাঝে বিভেদ বলতে একটা ছোট্ট দেওয়াল। এবার দুই বাড়িতেই লেগেছে বিয়ের মরসুম। আর সেই মরসুমেই বিয়ের কার্ড ছাপানোর সময় আবার সম্প্রীতির ছবি তৈরি করলেন বিশ্বজিৎ চক্রবর্তী ও আব্দুল আনসারি।

কার্ডের এক পিঠে লেখা ১৭ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে ইউনূস পারভেজের নিকাহ পর্ব। যেখানে অতিথিদের স্বাগত জানাবেন বিশ্বজিৎ চক্রবর্তী ও তাঁর স্ত্রী মধু চক্রবর্তী। অন্য পিঠে লেখা, ১৮ এপ্রিল রয়েছে সৌরভ চক্রবর্তীর বিয়ে। যেখানে অতিথিদের আপ্যায়ন করবেন আব্দুল আনসারি ও স্ত্রী আজিজ আনসারি। আর ১৯ তারিখ রয়েছে এই দু’জনের বিয়ের দাওয়াত, একই সঙ্গে, এক ভেন্যুতে।