প্রয়াগরাজ: সুদূর ক্যালিফোর্নিয়া থেকে শত মাইল পেরিয়ে ভারতে এসেছেন অ্যাপেলের স্বর্গীয় কর্মকর্তা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল। প্রয়াগরাজে ১৪৪ বছর পর আয়োজিত মহাকুম্ভে পুণ্যস্নান করবেন তিনি। তবে স্নানের আগেই ভারতে এসে ৬১ বছর বয়সে নামবদল স্টিভ জবসের স্ত্রীয়ের। নিরঞ্জনি আখড়ার কৈলাসনন্দ গিরি মহারাজের কাছে থেকে হিন্দু নাম পেলেন তিনি।
শনিবার কৈলাসনন্দ গিরি মহারাজের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন লরেন পাওয়েল। সেখানে গিয়েই নতুন নাম পান স্টিভ জবসের স্ত্রী। মহাকুম্ভে যোগদান করতে এসে হিন্দুরীতি মেনে ‘কমলা’ নাম হয় লরেনের।
এই প্রসঙ্গে কৈলাসনন্দ মহারাজ বলেন, ‘কুম্ভে সকলকেই স্বাগত। দূর দেশ পেরিয়ে নিজের গুরুর সঙ্গে দেখা করতে এসেছে সে (স্টিভ জবসের স্ত্রী)। আমরা তাঁর নতুন নামকরণও করেছি। এখন থেকে তাঁর নাম কমলা।’
এর আগে ২০০৯ সালে ভারতে এসেছিলেন লরেন পাওয়েল। কুম্ভ কিংবা অন্য কোনও হিন্দু উৎসবে অংশগ্রহণ করতে নয়। ভারতের ব্যবসায়িক করিডরকে বুঝতে সেবার এদেশে এসেছিলেন তিনি।
উল্লেখ্য, ভারতের হিন্দু ঐতিহ্যের সঙ্গে লরেনের প্রথম পরিচয় ঘটে তাঁর স্বর্গীয় স্বামী স্টিভ জবসের হাত ধরে। ১৯৭৪ সালে স্টিভ জোবস যখন বাবা নিম করোলি দরবারে আসেন। সেই সময় স্টিভের সঙ্গী ছিলেন স্ত্রী লরেন। এই সফরে স্টিভ জবসের সঙ্গে তিনি বেশ কয়েকদিন ছিলেন নিম করোলির আশ্রমে। সেই থেকে হিন্দু রীতি নীতির প্রতি টান বাড়ে লরেন পাওয়েলের।
আপাতত মহাকুম্ভের অস্থায়ী আশ্রয়স্থলেই রয়েছেন লরেন পাওয়েল, এমনটাই খবর। ১৫ জানুয়ারি আবার নিজ দেশে ফিরে যাবেন তিনি। আগামিকাল, এক ফাঁকে সেরে নেবেন পুণ্যস্নান।