AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire breaks out: বহুতলে ভয়াবহ আগুন, মৃত বেড়ে ৭! অসুস্থ বহু

Mumbai Fire: এখনও কোনও কোনও পকেট থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। সকলকেই উদ্ধার করা হয়েছে।

Fire breaks out: বহুতলে ভয়াবহ আগুন, মৃত বেড়ে ৭! অসুস্থ বহু
এই বহুতলেই আগুন লাগে। ছবি সংগৃহীত।
| Edited By: | Updated on: Jan 22, 2022 | 12:07 PM
Share

মুম্বই: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বাণিজ্যনগরীতে। মুম্বইয়ের (Mumbai) তারদেওতে বহুতলে আগুনে লাগে শনিবার সকালে। প্রথমে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে সাত হয়। আহত হয়েছেন অনেকেই। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়া থেকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। তারদেও এলাকায় ভাটিয়া হাসপাতাল (Bhatia Hospital)। তার কাছেই কমলা বিল্ডিংয়ে এদিন সকাল সাতটা নাগাদ আগুন লাগে বলে খবর। দমকলের ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পাঁচটি অ্যাম্বুলেন্সও রাখা হয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এএনআইকে মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন, ছ’জন বয়স্ক মানুষের অক্সিজেনের প্রয়োজন হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যেই চলে এসেছে। তবে এখনও কোনও কোনও পকেট থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। সকলকেই উদ্ধার করা হয়েছে।

আহতদের মধ্যে ১৫ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁরা এখন স্থিতিশীল। তবে তিনজনের শারীরিক অবস্থা উদ্বেগজনক হওয়ায় আইসিইউয়ে রাখা হয়েছে। চারজনকে নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মহারাষ্ট্র বিজেপির প্রেসিডেন্ট ও বিধায়ক মঙ্গল প্রভাত লোধা জানান, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা।

আরও পড়ুন: Subhash Bhowmick: ভোম্বলদা নেই, মেনে নিতে কষ্ট হচ্ছে… সুভাষের চলে যাওয়া নিয়ে কী বলছেন প্রাক্তন ফুটবলাররা?

আরও পড়ুন: PM Narendra Modi: কতদূর এগিয়েছে সরকারি প্রকল্পের কাজ? সরাসরি জেলাশাসকদের থেকেই জানবেন প্রধানমন্ত্রী