Dharmendra Pradhan: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ‘পরীক্ষা পে চর্চা’, উচ্ছ্বসিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Dharmendra Pradhan: সোমবার এক্স হ্যান্ডলে ধর্মেন্দ্র প্রধান লেখেন, "২০২৫ সালে পরীক্ষা পে চর্চা ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। এই চর্চায় অংশ নিতে ৩ কোটি ৫৩ লক্ষের বেশি রেজিস্ট্রেশন হয়েছিল। টেলিভিশনে এর ভিউয়ারশিপ ২১ কোটির বেশি। এর জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে পড়ুয়া, শিক্ষক, প্রিন্সিপাল, অভিভাবক এবং স্কুলগুলিকে ধন্যবাদ জানাই।"

Dharmendra Pradhan: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পরীক্ষা পে চর্চা, উচ্ছ্বসিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পরীক্ষা পে চর্চাImage Credit source: X handle

Aug 04, 2025 | 11:20 PM

নয়াদিল্লি: সাড়া ফেলেছে ‘পরীক্ষা পে চর্চা’। আর সেই পরীক্ষা পে চর্চার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে সম্মানিত হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য ধন্যবাদ জানালেন কেন্দ্রের দুই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও জিতিন প্রসাদকে।

সোমবার এক্স হ্যান্ডলে ধর্মেন্দ্র প্রধান লেখেন, “২০২৫ সালে পরীক্ষা পে চর্চা ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। এই চর্চায় অংশ নিতে ৩ কোটি ৫৩ লক্ষের বেশি রেজিস্ট্রেশন হয়েছিল। টেলিভিশনে এর ভিউয়ারশিপ ২১ কোটির বেশি। এর জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে পড়ুয়া, শিক্ষক, প্রিন্সিপাল, অভিভাবক এবং স্কুলগুলিকে ধন্যবাদ জানাই।” পরীক্ষা পে চর্চা দেশের কোণায় কোণায় পৌঁছে দেওয়ার জন্য ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও রাষ্ট্রমন্ত্রী জিতিন প্রসাদকে ধন্যবাদ জানান তিনি।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে সম্মানিত হয়ে নিজের আনন্দ ব্যক্ত করে ধর্মেন্দ্র প্রধান বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এটা আমার দ্বিতীয় এমন সম্মান।” এর আগে রান্নার গ্যাসের ভর্তুকি সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পাঠানোর জন্য তিনি সম্মানিত হয়েছিলেন বলে জানান।

‘পরীক্ষা পে চর্চা’র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পরীক্ষার্থীরা যাতে কোনও চাপ ছাড়াই পরীক্ষায় বসতে পারে, তার জন্য এই পরীক্ষা পে চর্চা শুরু হয়। এখন তা দেশজুড়ে উৎসবের আকার নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। পরীক্ষা পে চর্চাকে স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টিমকেও ধন্যবাদ জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।