
পুণে: পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যোগাযোগ রয়েছে। এমনই সন্দেহে পুণের এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করল মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (ATS)। ধৃত যুবকের নাম জুবের হ্যাঙ্গারগেকর। তাঁর ল্যাপটপে আল কায়েদা সংক্রান্ত লেখা পাওয়া গিয়েছে। ইউএপিএ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
বছর তেত্রিশের জুবের একটি বেসরকারি সফটওয়্যার সংস্থার কর্মী। তিনি বিটেক গ্র্যাজুয়েট। তাঁর বাড়ি পুণের কন্ধওয়ায়। জানা গিয়েছে, ওই এলাকা থেকে সন্ত্রাসে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল আগে। তাঁদের সঙ্গে জুবেরের যোগাযোগ ছিল। মুম্বই, পুণে এবং গুজরাটের একাধিক শহরে বোমা বিস্ফোরণে ওই ধৃতরা জড়িত। কোলহাপুরে জঙ্গল এলাকায় তাঁরা ড্রোন বোমার প্রশিক্ষণও নেন বলে জানায় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।
সম্প্রতি গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মহারাষ্ট্র এটিএস অভিযান চালায়। একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইলেকট্রনিকস ডিভাইস ও নথি বাজেয়াপ্ত করে। জুবেরের উপরও নজরদারি চালাচ্ছিল এটিএস। চেন্নাইয়ে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন জুবের। পুণে রেলওয়ে স্টেশনে নামতেই তাঁকে ধরা হয়। পরে গ্রেফতার করে এটিএস। ইউএপিএ ধারায় অভিযোগ দায়ের হয়। তাঁকে আদালতে তুলে ৪ নভেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়েছে এটিএস। আদালতে পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত রয়েছেন জুবের। মহারাষ্ট্র ও অন্যান্য শহরে সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন তিনি।
পুণেতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদার কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে এটিএস। এক বিবৃতিতে এটিএস জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা।