Quits job mid-air: ‘আমি চাকরি ছাড়ছি’, মাঝ আকাশেই ঘোষণা করে চমক বিমানসেবিকার
Quits job mid-air: বিমানসেবিকা বলেন, ওই সংস্থার ফোন পাওয়ার আগে পর্যন্ত নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন তিনি। নিজের কাজ করে যান। কাউকে কিছু বলেননি।

নয়াদিল্লি: বিমান তখন মাঝ আকাশে। হঠাৎ বিমানসেবিকার একটা ঘোষণা। জানালেন, এটাই তাঁর শেষ ফ্লাইট। চাকরি ছাড়ছেন তিনি। আর সেই ঘোষণা শুনে প্রথমে থ হয়ে গেলেন যাত্রীরা। তারপর হাততালি দিয়ে অভিনন্দন জানালেন সকলে। কিন্তু, হঠাৎ মাঝ আকাশে কেন চাকরি ছাড়ার ঘোষণা করতে গেলেন ওই বিমানসেবিকা? জ্যাকপট পেয়ে গেলেন নাকি?
মাঝ-আকাশে সত্যিই জ্যাকপট জিতেছেন ওই বিমানসেবিকা। তিনি একটি অনলাইন লটারি কেটেছিলেন ৫০০ টাকা দিয়ে। আর সেই লটারি থেকে ২১.৮৩ কোটি টাকা জেতেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ওই বিমানসেবিকা বলেন, “আমি সাধারণত অনলাইন লটারির টিকিট কাটি না। কিন্তু, মাত্র ৫০০ টাকা বলে টিকিট কেটেছি। এটা চলে গেলেও খুব বেশি ক্ষতি হত না। আমি এখন খুবই খুশি।”
ওই বিমানসেবিকা আরও জানান, তিনি বিমানে থাকা অবস্থাতেই জ্যাকপট জয়ের খবর পান। কিন্তু, পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। সেজন্য ওই অনলাইন লটারি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। ওই সংস্থার ফোন পাওয়ার আগে পর্যন্ত নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন তিনি। নিজের কাজ করে যান। কাউকে কিছু বলেননি। কিন্তু, ওই অনলাইন লটারি সংস্থার কাছ থেকে খবর পেয়েই আর নিজেকে ধরে রাখতে পারেননি।
এই খবরটিও পড়ুন




মাঝ আকাশেই যাত্রীদের সামনে বিমানসেবিকা ঘোষণা করেন, এটাই তাঁর শেষ ফ্লাইট। কাজ ছেড়ে দিচ্ছেন তিনি। অন্য বিমানকর্মী ও যাত্রীরা তাঁর কাজ ছাড়ার কারণ জানার পর তাঁকে অভিনন্দন জানান। সর্বভারতীয় ওই সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানসেবিকা অনলাইন লটারিতে ঠিক কত টাকা পেয়েছে, তা তারা অবশ্য যাচাই করে দেখেনি।





