
নয়া দিল্লি: সাম্প্রতিক দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মধ্যে সেই সংস্থার বিমান নিয়ে আবারও উঠল অভিযোগ। ভাইরাল হল বিমানের ভিডিয়ো। যাত্রীরা সেখানে দেখিয়েছেন বিমানের ভিতরে এয়ার ইন্ডিয়া কাজই করছে না।
জয়পুর থেকে দুবাইগামী বিমানের একটি ভিডিয়ো শেয়ার করেছেন আরজু শেঠি নামে এক কনটেন্ট ক্রিয়েটার। সেখানে দেখা যাচ্ছে, অনেক যাত্রীই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন।
যাত্রীদের আরও অভিযোগ, বিমানের ভিতরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ায় কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। যাত্রীদের রীতিমতো গলদঘর্ম অবস্থা। অনেকে কল বেল চাপতে থাকেন।
ওই কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, আমরা এয়ার ইন্ডিয়ার Ix196 বিমানের ভিতরে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিলাম। কোনও ক্রু-র কাছ থেকে কোনও সাহায্য পাইনি। আহমেদাবাদের ঘটনার পর এই পরিস্থিতি আরও আতঙ্কের। কীভাবে এমন ত্রুটি বারবার ঘটে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিমানে পর্যাপ্ত সুরক্ষা নেই বলেও অভিযোগ তুলে এয়ার ইন্ডিয়াকে মেনশন করে পোস্ট করা হয়েছে।