Maha Kumbh: ইসকনের সঙ্গে হাত মিলিয়ে পুণ্যার্থীদের জন্য মহাকুম্ভে মহাপ্রসাদের আয়োজন আদানি গ্রুপের

Jan 09, 2025 | 8:58 PM

Maha Kumbh: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, "সেবার জন্য পবিত্র স্থান কুম্ভ। এখানে প্রত্যেক পুণ্যার্থী ঈশ্বরকে সেবার জন্য আসেন। আমার সৌভাগ্য যে ইসকনের সঙ্গে হাত মিলিয়ে আমরা পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদ সেবা শুরু করছি।"

Maha Kumbh: ইসকনের সঙ্গে হাত মিলিয়ে পুণ্যার্থীদের জন্য মহাকুম্ভে মহাপ্রসাদের আয়োজন আদানি গ্রুপের
ইসকনের গভর্নিং বডি কমিশনের চেয়ারম্যান গুরুপ্রসাদ স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন গৌতম আদানি

Follow Us

নয়াদিল্লি: ১২ বছর পর মহাকুম্ভ মেলা। সেজে উঠেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ। আর এই মহাকুম্ভ মেলায় আগত পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করছে আদানি গ্রুপ ও ইসকন(ISKCON)। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদের আয়োজন করছে তারা।

‘মহাপ্রসাদ সেবা’-য় আদানি গ্রুপের সঙ্গে হাত মেলানোয় ইসকনকে ধন্যবাদ জানালেন আদানি গ্রুপে চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার ইসকনের গভর্নিং বডি কমিশনের (GBC) চেয়ারম্যান গুরুপ্রসাদ স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ইসকনের সহযোগিতা নিয়ে শিল্পপতি গৌতম আদানি বলেন, “সেবার জন্য পবিত্র স্থান কুম্ভ। এখানে প্রত্যেক পুণ্যার্থী ঈশ্বরকে সেবার জন্য আসেন। আমার সৌভাগ্য যে ইসকনের সঙ্গে হাত মিলিয়ে আমরা পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদ সেবা শুরু করছি।”

এই খবরটিও পড়ুন

তিনি জানান, “মা অন্নপূর্ণার আশীর্বাদে লাখ লাখ পুণ্যার্থীকে বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়া হবে। ইসকনের গুরুপ্রসাদ স্বামীজির সঙ্গে আজ সাক্ষাতের সুযোগ পেয়েছি। সেবার শক্তির অনুভূতি পেয়েছি। সত্যিকারের অর্থে, সেবাই দেশপ্রেমের সর্বোচ্চ রূপ। সেবাই ধ্যান। সেবাই প্রার্থনা। সেবাই ঈশ্বর।”

ইসকনের গভর্নিং বডি কমিশনের চেয়ারম্যান গুরুপ্রসাদ স্বামী বলেন, “কর্পোরেট দায়িত্ব ও সামাজিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আদানি গ্রুপ সবসময় উজ্জ্বল উদাহরণ। গৌতম আদানিজির সবচেয়ে বড় নম্রতা হল, তিনি কখনও ডাকের অপেক্ষা করেন না। এগিয়ে গিয়ে নিঃস্বার্থভাবে সেবা করেন। তাঁর এই অবদানের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। সমাজকে কিছু দেওয়ার ক্ষেত্রে তাঁর কাজ আমাদের অনুপ্রাণিত করে।”

৫০ লক্ষ পুণ্যার্থীকে মহাপ্রসাদ দেওয়া হবে। এর জন্য দুটি রান্নাঘর থাকবে মেলার ভিতর ও বাইরে। প্রতিদিন মহাকুম্ভ এলাকার ৪০টি জায়গায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। আড়াই হাজার ভলান্টিয়ার এই সেবায় নিযুক্ত থাকবেন। বিশেষভাবে সক্ষম পুণ্যার্থী, প্রবীণ ও মা ও সন্তানের জন্য গলফ কার্টের ব্যবস্থা থাকবে। ৫ লক্ষ গীতার কপি পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

 

Next Article