
আমেদাবাদ: বড় লাভের মুখ দেখল আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন (APSEZ)। বৃহস্পতিবার সেই লাভের হিসেব দেওয়া হল সংস্থার তরফে। গত ৩১ মার্চ যে অর্থবর্ষ শেষ হয়েছে, ওই সময়ের জন্য ১১,০৬১ কোটি টাকা কর দেওয়ার পর বৃহস্পতিবার আদান পোর্টসের তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে সর্বাধিক লাভ হয়েছে সংস্থার। ৩৭ শতাংশ লাভ হয়েছে বলে জানিয়েছে APSEZ।
সংস্থার তরফ থেকে দেওয়া তথ্য় অনুযায়ী, অপারেশন থেকে যে রেভিনিউ পাওয়া যায়, তা ১৬ শতাংশ বেড়ে হয়েছে ৩১,০৭৯ কোটি। এছাড়া EBITDA (earnings before interest, taxes, depreciation, and amortisation) ২০ শতাংশ বেড়ে হয়েছে ১৯,০২৫ কোটি। সেই সঙ্গে বেড়েছে PAT (Profit After Tax)। ৫০ শতাংশ বেড়ে হয়েছে ৩,০২৩ কোটি। ত্রৈমাসিক রেভিনিউ ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৮,৪৮৮ কোটি টাকা।
আরও জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৫০ মিলিয়ন মেট্রিক টন কার্গো বহন করেছে ওই বন্দর। মুন্দ্রা বন্দর দেশে প্রথমবার ২০০ মিলিয়ন মেট্রিক টন কার্গো বহন করেছে। সারা দেশে সংস্থার মার্কেট শেয়ার বেড়ে হয়েছে ২৭ শতাংশ। আর কন্টেনার মার্কেট শেয়ার বেড়ে হয়েছে ৪৫.৫ শতাংশ।
APSEZ-এর হোল টাইম ডিরেক্টর ও সিইও অশ্বনী গুপ্তা বলেন, “সব ক্ষেত্রেই আমরা রেকর্ড ছাপিয়ে গিয়েছি। ভারতে ও গোটা বিশ্বে বিস্তারলাভ করেছে সংস্থা।”