
শ্রীনগর: পাহাড়ি ধসের মতো ভেঙে পড়েছে আস্ত বাড়িটা। ছেলের কর্মকাণ্ডের পরিণাম ভুগতে হচ্ছে একটা গোটা পরিবারকে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় অন্যতম অভিযুক্ত আদিল হোসেন ঠোকার। তবে সেই ঘটনার পর থেকেই ফেরার হয়েছে আদিল। তার পিছনে পড়ে রয়েছে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ।
বৃহস্পতিবার, যখন তার বাড়ির কাছে পৌঁছয় সেনা। সেই সময় বাড়ির সামনেই বসেছিলেন আদিলের মা শেহজাদা বানো। সেনা-পুলিশ মিলে যখন গোটা বাড়ি খালি করতে ব্যস্ত তখন তিনি উর্দিধারীদের উদ্দেশে বলেন, ‘ওই জায়গাটাতেই বসে মাঝে মধ্যে দুপুরের খাবার খেত আদিল।’
সেই কথা বলতে বলতে যখন কান্নায় গলা জড়িয়ে আসে তার। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেঙে পড়ে গোটা বাড়িটা। পড়ে থাকে ধ্বংসস্তূপ। আদিলের মা জানান, ছোট থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল আদিল। কিন্তু লস্কর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বাড়তেই পরিবারের সঙ্গে তৈরি হয় দূরত্ব। ২০১৮ সাল থেকে ঘরছাড়া আদিল। মাঝে মধ্য়ে বাড়িতে শুধু খেতে আসত সে।
ছেলের এমন কর্মকাণ্ড প্রসঙ্গে মা শেহজাদা বানো বলেন, ‘যদি ও সত্যিই এতজন মানুষকে মেরে থাকে, তাহলে ওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক।’ এদিন সংবাদমাধ্যমের সামনে ছেলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আদিল দয়া করে আত্মসমপর্ণ কর, তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি।’ পহেলগাঁওয়ের ঘটনার পর আদিলের সন্ধানে নেমে তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া ছাড়াও বাবা ওয়ালেম, ভাই জাহির ও আরসালামকে গ্রেফতার করা হয়। এমনকি, একদিনের জন্য মাকে আটক করেছিল পুলিশ।