প্রয়াগরাজ: ছিলেন কৃতী ছাত্র। জীবনের প্রতিটি ক্ষেত্রে পেয়েছেন সফলতা। স্নাতকের পড়াশোনা করেছেন ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান থেকে। অর্জন করেছেন স্নাতকোত্তরের ডিগ্রিও। কিন্তু তাও মেলেনি শান্তি। সর্বক্ষণ নাকি থাকতেন উদাসীন হয়েই। তিন লক্ষ টাকা বেতন পেয়েও হামেশাই মনমরা থাকতেন ‘IIT য়ান বাবা’ ওরফে অভয় সিংহ, দাবি তাঁর বাবা কর্ণ গ্রেওয়ালের।
সেজে উঠেছে প্রয়াগরাজ। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মহাসঙ্গমে এখন উৎসবের আমেজ। মহাকুম্ভের আলোয় ঝলমলে হয়ে উঠেছে এলাকা। আর সেই আলোয় যেন আরও ঝলমলে হয়ে উঠেছেন ‘IIT য়ান বাবা’ ওরফে অভয় সিংহ। মহাকুম্ভের অন্যতম আকর্ষণ তিনি। দেশজুড়ে চর্চা শুধু তাঁকে নিয়েই। ক্যামেরা আর লাইমলাইটের ফোকাস এখন শুধু তাঁর দিকেই।
IIT থেকে পড়াশোনা করেছিলেন ‘এরোস্পেস ইঞ্জিনিয়ারিং’ নিয়ে। কাজ করেছেন কানাডায়। কিন্তু সেই সব ‘সাফল্য’কে পিছনে ফেলে আপাতত শান্তির খোঁজে বেরিয়ে পড়েছেন অভয়। তাঁর বাবা কর্ণের দাবি,’সাফল্যের’ পিছনে দৌড়তে দৌড়তে নাকি অবসাদে চলে গিয়েছিলেন তিনি। কানাডায় থাকাকালীন মাসিক ৩ লক্ষ টাকা বেতন পেত সে। কিন্তু তারপরেও সব সময়ই ‘মনমরা’ থাকত অভয়। তিনি আরও বলেন, কর্মজীবনের ওই পর্যায়েই অবসাদে চলে যান অভয়। আর তারপরই জীবনে আনেন বদল। লক্ষ টাকার চাকরি ছেড়ে ঘরছাড়া। তারপর থেকে নাকি আর বাড়ি ফেরেনি সে।
সম্প্রতি, কুম্ভের জুনা আখড়া থেকে হঠাৎই ‘IIT য়ান বাবা’র নিখোঁজ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জানা যায়, তিনি নাকি নিখোঁজ হননি। বরং আখড়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাঁকে। নিজের গুরু মহন্ত সোমেশ্বর পুরীকে রীতিমতো গালিগালাজ করার অভিযোগেই তাঁকে তাড়িয়ে দেওয়া হয়।