Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জীতিনের দলত্যাগেই মনে পড়ল ‘বিক্ষুব্ধ’ সচিনের নাম, কংগ্রেসের বিশেষ বার্তা পাইলটকে

গতবছরই মুখ্যমন্ত্রী বনাম উপ-মুখ্যমন্ত্রীর লড়াইয়ে রাজস্থান সরকার টালমাটাল হয়ে গিয়েছিল। দলের দুই প্রভাবশালী নেতার মধ্যে সমস্যা মেটাতে তিন সদস্যের একটি প্যানেল কমিটি গঠন করা হয়। গতবছর নভেম্বর মাসে আহমেদ পটেল করোনা সংক্রমণে মারা যাওয়ার পর সেই কমিটি কার্যত গায়েব।

জীতিনের দলত্যাগেই মনে পড়ল 'বিক্ষুব্ধ' সচিনের নাম, কংগ্রেসের বিশেষ বার্তা পাইলটকে
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 10, 2021 | 7:50 AM

নয়া দিল্লি: প্রথমে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তারপর কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখালেন আরেক নেতা জীতিন প্রসাদও। এক বছরের ব্যবধানেই কংগ্রেসের দুই জনপ্রিয় নেতার দলত্যাগেই বিজেপির পরবর্তী নিশানা হতে পারে সচিন পাইলট, এই আশঙ্কাতেই তড়িঘড়ি দলের তরফে তাঁকে বিশেষ বার্তা দেওয়া হল।

বুধবার জীতিন প্রসাদ কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছেদ করে বিজেপিতে যোগ দেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে আরেকটি নাম। প্রশ্ন উঠছে, এ বার কি তবে সচিন পাইলটের পালা?

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিবাদ সকলেরই জানা। গতবছরই দল ছাড়ার হুমকিও দিয়েছিলেন পাইলট। সে সময়ে কংগ্রেসের শীর্ষমহলের তরফে প্রতিশ্রুচি দিয়ে বলা হয়েছিল, এক বছরের মধ্যেই পাইলটের সমস্যার সমাধান করা হবে। যদিও বছর পার হতে চললেও সেই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় পাইলট বলেছিলেন, “১০ মাস হয়ে গিয়েছে। আমায় বলা হয়েছিল কমিটি যথাযথ পদক্ষেপ করেব, কিন্তু বছরের অর্ধেক সময় কেটে গেলেও সেই বিষয়ে উচ্চবাচ্যই করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে দলের যে সমস্ত কর্মীরা সবকিছু করছেন, তাদের কথাই শোনা হচ্ছে না।”

গতকাল জীতিনের দলত্যাগের পরই কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “ফল পাওয়ার জন্য কিছু সময় তো দিতেই হবে। সচিন পাইলটকে ধৈর্য্য ধরতে হবে।”

উল্লেখ্য, গতবছরই মুখ্যমন্ত্রী বনাম উপ-মুখ্যমন্ত্রীর লড়াইয়ে রাজস্থান সরকার টালমাটাল হয়ে গিয়েছিল। দলের দুই প্রভাবশালী নেতার মধ্যে সমস্যা মেটাতে তিন সদস্যের একটি প্যানেল কমিটি গঠন করা হলেও গতবছর নভেম্বর মাসে আহমেদ পটেল করোনা সংক্রমণে মারা যান। তারপর থেকেই সেই কমিটি কেবল কংগ্রেসের খাতায়-কলমেই রয়েছে।

আরও পড়ুন: তৃতীয় ঢেউয়ের আগেই তৈরি ‘ব্লুপ্রিন্ট’, কীভাবে করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা হবে, জানাল স্বাস্থ্যমন্ত্রক 

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'