
পটনা: ‘বিহার মে যাব তাক হ্যয় আলু, তাব তাক রহেগা লালু….’, বরাবরই বিহারের রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক রাখতে এই উক্তিটি দিয়ে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। পশু-খাদ্য দুর্নীতি কাণ্ডের জেরে বিহারে অনেকটাই ব্যাকফুটে পড়তে হয়েছে তাঁকে। এখন বিহারের রাশ সম্পূর্ণ ভাবেই তাঁরই এককালের রাজনৈতিক সতীর্থ নীতীশ কুমারের হাতে। কিন্তু দুর্নীতি যখন তাঁকে খেয়ে ফেলেছিল। সেই সময়কালেও বিহারের মুখ্যমন্ত্রী আসনকে কোথাও গিয়ে তিনিও নিজের বাড়ির চৌকাঠের বাইরে বেরতে দেননি। লালু যখন একেবারে আইনি জটে পাকিয়ে গিয়েছেন সেই সময়কালে রাবড়ি দেবীই যেমন এক হাতে দল সামলেছেন, ঠিক তেমনই অন্য হাতে সামলেছেন বিহারের শাসনক্ষমতা। মুখ্যমন্ত্রীর আসনকে কোনও কালেই নিজেদের বাড়ির চৌকাঠ পেরতে দিতে চাননি তারা। আটকে রাখার চেষ্টা করেছেন যেন তেন ভাবে। কিন্তু ভোটের খেলাটা যে দিন শেষে জনগণই খেলে থাকে, তাও ভালই টের পেয়েছেন লালু-রাবড়ি। ...