Missile: আমেরিকা ও রাশিয়ার পর শুধুমাত্র ভারতের হাতেই এই ক্ষমতা! আর শক্তি বাড়াল ভারতীয় সেনা

Dec 07, 2024 | 10:13 PM

Missile: সবকিছু ঠিকঠাক চললে আর তিন বছরের মধ্যে ভারতের সেনায় যুক্ত হবে 'অগ্নি সিক্স'। ফেডারেশন অব আমেরিকান সায়েটিস্ট বা FASA- তাদের জার্নালে এমনটাই দাবি করেছে।

Missile: আমেরিকা ও রাশিয়ার পর শুধুমাত্র ভারতের হাতেই এই ক্ষমতা! আর শক্তি বাড়াল ভারতীয় সেনা
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: ‘অগ্নি ফাইভ’ অর্থাৎ ভারতীর সেনার ব্রহ্মাস্ত্র এখন আরও বেশি শক্তিশালী। দীর্ঘ পরীক্ষা-নিরিক্ষার পর অগ্নি ফাইভ মিসাইল এখন ‘এমআইআরভি’ সক্ষম ব্যালেস্টিক মিসাইল। এমআইআরভি অর্থাত্‍ মাল্টি ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেলস। চলতি বছর ১১ মার্চ এমআইআরভি এনাবেল অগ্নি ফাইভের সফল পরীক্ষা করেছিল সেনা ও ডিআরডিও। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, এমআইআরভি এনাবেল অগ্নি ফাইভ এখন পুরোপুরি প্রস্তুত। চাইলে এখনই এটি ব্যবহার করা যেতে পারে।

এমআইআরভি এনাবেল হলে কী সুবিধা? এমআইআরভি এনাবেল ক্ষেপণাস্ত্র একইসঙ্গে একাধিক ওয়েরহেড বহন করতে পারে। অর্থাত্‍ একটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক টার্গেটে হামলা চালাতে পারে। পাশাপাশি একাধিক ওয়ারহেড দিয়ে একটি টার্গেটেও হামলা করা যায়। তাতে হামলার অভিঘাত অনেক বেশি হয়।

কীভাবে কাজ করে এটি? প্রথমে পর্যায়ে স্বাভাবিক ভাবেই ক্ষেপণাস্ত্র উত্‍ক্ষপণ করা হয়। দ্বিতীয় ভাগে, আকাশে থাকাকালীন ওয়ারহেডগুলো একে অন্যের থেকে আলাদা হয়ে যায়। তৃতীয় পর্যায়ে ওয়ারহেডগুলি টার্গেটের উপর আঘাত করে। ওয়ারহেডগুলো যাতে টার্গেট মিস না করে, সেজন্য একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়।

এই এমআইআরভি এনাবেল ওয়ারহেডগুলো হালকা। তাই সাঁজোয়া গাড়িতেও এগুলি বহন করা যায়। এমআইআরভি এনাবেল ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করাও খুব একটা সহজ নয়। বিশ্বের খুব কম মিসাইল ডিফেন্স সিস্টেমেরই সেই ক্ষমতা আছে। ভারতের হাতে এই প্রযুক্তি আসাটা নিঃসন্দেহে প্রতিরক্ষার ক্ষেত্রে একটা বড় সাফল্য।

এতদিন আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেনের হাতে এই প্রযুক্তি ছিল। এবার ভারতও সেই তালিকায় ঢুকল। কিন্তু এখানেই শেষ নয়। ভারতের এমআইআরভি এনাবেল অগ্নি ফাইভ একসঙ্গে ১১টি টার্গেটে আঘাত করতে পারবে। সেভাবেই এটিকে আপগ্রেড করা হয়েছে। একসঙ্গে ১১টি টার্গেট হিট করার ক্ষমতা সম্ভবত আমেরিকা ও রাশিয়া ছাড়া আর কোনও দেশের হাতে নেই। সম্ভবত কথাটা বলা হচ্ছে, কারণ এই বিষয়ে কোনও দেশই খোলসা করে কিছু বলে না।

সবকিছু ঠিকঠাক চললে আর তিন বছরের মধ্যে ভারতের সেনায় যুক্ত হবে ‘অগ্নি সিক্স’। ফেডারেশন অব আমেরিকান সায়েটিস্ট বা FASA- তাদের জার্নালে এমনটাই দাবি করেছে। পরমাণু অস্ত্রবাহী মাল্টি টার্গেটেবল অগ্নি সিক্স তৈরির শেষ ধাপে পৌঁছে গিয়েছে ভারত। ২০২৭ সালেই অগ্নি সিক্স ভারতীয় সেনায় যুক্ত হতে চলেছে। ওই প্রতিবেদনেই বলা হয়েছে, চিনের কথা ভেবেই অগ্নি সিক্সের কাজ চালাচ্ছে ভারত। অগ্নি সিক্স এলে খুবই ভাল হবে।

তবে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত শুধু অগ্নি সিক্সের অপেক্ষায় বসে নেই। আজকের দিনে লাদাখে তাপমাত্রার পারদ মাইনাস দশ ডিগ্রি ছুঁইছুই। অ্যাকটিভ বর্ডার এলাকায় ঠাণ্ডা আরও অনেকটা বেশি। যুদ্ধবিমান, মিসাইল, নজরদার ও অ্যাটাক ড্রোন সাজিয়ে তৈরি রয়েছে সেনা। ডিসেম্বরে আমেরিকা থেকে কেনা তিনটি AH-64E আর্মি হেলিকপ্টার সেনার হাতে আসার কথা। সেগুলোও এলএসি-তেই মোতায়েন হওয়ার কথা।

Next Article